"কেবল উৎপাদন খরচ নয়, কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কা আছে"
2021-11-18 19:49:00

ব্যবসাপাতির ৪৮তম পর্বে যা থাকছে:

 

# এখন বেঁচে থাকাই কষ্ট!

# চালকহীন গাড়ি: ভ্রমণ হবে নিরাপদ ও আরামদায়ক

 

 

সপ্তাহের সাক্ষাকার:

“গণশুনানির ভিত্তিতে যখন কোন মূল্যবৃদ্ধি হয়। সেই গণশুনানিতে সব সেক্টরের মানুষজনকেই ডাকা হয়। কিন্তু কখনই সরকারি পর্যায়ের কাউকে কোন উদ্বেগ নিয়ে আসতে দেখি নি। তার মানে এখানে একটি দায়হীনতা, অবহেলার বিষয়টি স্পষ্ট হয়ে আছে। আর ডিজেলের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতাই চলেছে। কেউ কোন কিছু গা মাখে নি। বিশেষ করে সরকারি কর্মকর্তারা এসব মূল্যবৃদ্ধিতে কার কি বাড়লো, কমলো, কার কি ক্ষতি হলো এটা তারা গায়ে মাখে না। আর এই মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বাড়লে এসব কর্মকর্তাদের অদেখা আয়ও বেড়ে যায়। আমরা তাদের প্রকৃত অর্জিত আয় দেখতে পাই, কিন্তু অপ্রকাশ্য আয় দেখতে পাই না। এ ধরনের মূল্যবৃদ্ধি হলে তাদের সেই অপ্রকাশ্য আয় বাড়ার আরও একটা সুযোগ তৈরি হয়।”

                             - অধ্যাপক ড. শামসুল আলম, উপদেষ্টা, ক্যাব   

‘তেলের মূল্যবৃদ্ধিতে কার কি ক্ষতি হলো, সরকারি কর্মকর্তারা গায়ে মাখেন না’_fororder_9