চতুর্দশ চীন-ল্যাটিন আমেরিকা শিল্পপতি পর্যায়ের সম্মেলন প্রসঙ্গ
2021-11-18 14:39:36

 

নভেম্বর ১৮: চতুদর্শ চীন-ল্যাটিন আমেরিকা শিল্পপতি পর্যায়ের সম্মেলন গত ১৬ নভেম্বর চীনের ছুংছিংয়ে অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘উন্মুক্তকরণ ও উদ্ভাবন এবং হাতে হাত রেখে একসাথে কাজ করা’। চীন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিক্ষা খাতের প্রতিনিধিরা অনলাইন ও অফলাইনে এবারের সম্মেলনে অংশ নেন। তাঁরা  চীন-ল্যাটিন আমেরিকার মধ্যে আর্থ-বাণিজ্যিক ও বিনিয়োগ-সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ল্যাটিন আমেরিকার অনেক কর্মকর্তা ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে বক্তৃতা দিয়েছেন। চীন ও ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় প্রতিনিধিরা চীন-ল্যাটিন আমেরিকা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, চীন-ল্যাটিন আমেরিকা ব্যবসায়িক-সহযোগিতার নতুন প্রবণতা, নতুন ব্যবসায়িক বিন্যাস ও এর সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এর মধ্যে, ‘এক অঞ্চল, এক পথ’ কাঠামোর ভিত্তিতে, চীন ও ল্যাটিন আমেরিকার মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার আরও নতুন সম্ভাবনা অন্বেষণ করা এবং এর সর্বাত্মক প্রচার চালিয়ে যাওয়া এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল হচ্ছে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও ল্যাটিন আমেরিকা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করে আসছে। পাশাপাশি, এই দুই পক্ষ সক্রিয়ভাবে চীন-ল্যাটিন আমেরিকা সহযোগিতার একটি নতুন প্যাটার্ন তৈরি করেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরা তাদের গভীর অনুভূতি প্রকাশ করেন। চীনে ইকুয়েডরের রাষ্ট্রদূত কার্লোস লারেয়া চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন,

 

“আন্তঃযোগাযোগ ও আন্তঃসংযোগের মধ্যে রয়েছে বিমান চলাচল এবং স্থল ও সমুদ্র পথে যোগাযোগ। সম্মেলনের উদ্দেশ্য হল, রাজনৈতিক ও প্রযুক্তিগতভাবে এটা স্পষ্ট করা যে, আমাদের সংযোগের প্রয়োজনীয়তা আছে এবং এক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা দরকার। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল হচ্ছে ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের স্বাভাবিক অংশ। আমাদের ল্যাটিন আমেরিকার দেশগুলো সবসময় সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে।”

পরিসংখ্যান অনুসারে, চীন ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসাবে তার অবস্থান বজায় রেখেছে এবং পরপর তিন বছর ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। কোভিড-১৯ মহামারীর মধ্যেও চীন ও ল্যাটিন আমেরিকা একসাথে কাজ করে আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় প্রবল স্থিতিস্থাপকতা ও  প্রাণশক্তির পরিচয় দিয়েছে। চীনের বাণিজ্য ত্বরান্বিত কমিটির উপ-প্রধান চাং শাও কাং বলেন,

“এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, চীন ও ল্যাটিন আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩৩.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, প্রবৃদ্ধি ৪৫.৫ শতাংশ। ল্যাটিন আমেরিকা চীনের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগপ্রাপ্ত অঞ্চল। ল্যাটিন আমেরিকায় প্রায় ২ হাজার ৭০০টিরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এ সব প্রতিষ্ঠান মোট পুঁজি বিনিয়োগ করেছে ৪৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।”

এবারের সম্মেলনে ‘চীন-ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় শিল্প ও বাণিজ্য মহলের ছুংছিং প্রস্তাব’ গৃহীত হয়েছে। সম্মেলন চলাকালে ইকুয়েডরের বৈদেশিক বাণিজ্য ও পুঁজি মন্ত্রণালয়, আর্জেটিনা ও মেক্সিকোর তিনটি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চীনের সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে। চীন ও ল্যাটিন আমেরিকার শিল্পপ্রতিষ্ঠানগুলোও ৮টি সহযোগিতাচুক্তি স্বাক্ষর করেছে। এ সব চুক্তি হয়েছে পশুপালন, খনি, গাড়ি ও চিকিত্সা সাজ-সরঞ্জামসহ বিভিন্ন ক্ষেত্রে। চুক্তিগুলোর মোট মূল্য ১১০ কোটি মার্কিন ডলার। (ওয়াং হাইমান/আলিম/ছাই)