মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে ভিডিও সংযোগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠক করেছেন। এই বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বৈঠক এবং বিশ্বের সঙ্গে সম্পর্কিত; যা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। সাড়ে তিন ঘণ্টার এই বৈঠক প্রসঙ্গে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিয়ে ফোং বলেন, বৈঠক হয়েছে আন্তরিক, গভীর, গঠনমূলক ও ফলপ্রসূ। এতে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দু’দেশের সহযোগিতা এবং হাতে হাত রেখে জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়।