ইন ছু শি থিং
2021-11-17 15:43:49

ইন ছু শি থিং_fororder_0

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের ইন্টারনেটে খুব জনপ্রিয় একটি সংগীত দলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, দলের নাম ‘ইন ছু শি থিং’। তারা ইলেকট্রনিক, ডান্স, পপ ইত্যাদি আধুনিক  সংগীত ও চীনের প্রাচীন সংগীতের সংমিশ্রণে চীনা বৈশিষ্ট্যময় গান তৈরি করেন। সাম্প্রতিক বছরগুলোতে তাদের গানগুলো চীনের তরুণদের মধ্যে ও অনলাইন ভিডিও প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে শুনুন তাদের একটি সুন্দর গান ‘শি স্য’।গান ১

সংগীত গ্রুপটির প্রতিষ্ঠাতা শাং সিয়াও চিন ও লি চুন ইয়ু। তারা চীনের ঐতিহ্যগত সংস্কৃতি ও আধুনিক সংগীত বেশ পছন্দ করেন। তাই তারা আধুনিক সংগীত দিয়ে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রকাশের চিন্তা করেন। অনেকেই তাদের মতো চিন্তা করে। তাই শাং সিয়াও চিন ও লি চুন ইয়ু ২০১৬ অনলাইনে বন্ধুদের সঙ্গে ইন ছু শি থিং গ্রুপ প্রতিষ্ঠা করেন। শুরুতে এই সংগীত দলের সদস্য ছিল মাত্র কয়েকজন; তবে এখন তাদের সদস্যসংখ্যা ৪০ ছাড়িয়েছে। বন্ধুরা, এখন শুনুন ২০১৬ সালে প্রকাশিত তাদের প্রথম গান ‘ফুলের বৃষ্টি’।গান ২

ইন ছু শি থিং_fororder_src=http___2img.hitv.com_preview_sp_images_2019_9_26_yinle_332129_6463824_20190926172949492&refer=http___2img.hitv

আসলে ইন ছু শি থিং নামটি খুব মজার, এটি ইংরেজি ‘interesting’র উচ্চারণের মতো। কিন্তু এই চীনা অক্ষরের অর্থ হল সংগীত দিয়ে কবিতাকে গানে পরিণত করা। তাদের সংগীত চীনা কবিতা ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আর শুধু সংস্কৃতিই নয়, চীনের লোকসংগীত, প্রাচীন সংগীতের বৈশিষ্ট্য তাদের গানে শোনা যায়। বন্ধুরা, এখন শুনুন ইন ছু শি থিংয়ের একটি সুন্দর গান ‘স্বপ্নের মতো’। গানটি চীনের বিখ্যাত প্রাচীন কবি লি ছিং চাও’র কবিতা ‘স্বপ্নের মতো’ অনুসারে রচিত হয়েছে। গানের সুর ও কথা বেশ সুন্দর। বন্ধুরা, এখন গানটি শুনুন।গান ৩

কবিতার পাশাপাশি ই ছু শি থিং প্রাচীন ছবি দিয়ে ধারাবাহিক গান রচনা করেছেন। ‘হুই শান শি নিউ থু’ বা ‘ডানা-ওয়ালা সুন্দরীরা’ চীনের থাং রাজবংশের একটি ছবি। যা সুন্দর রং, সুষ্ঠু কাঠামো ও সুক্ষ্ণ চিত্রের জন্য বিখ্যাত। ছবিতে রাজপ্রাসাদে নারীদের জীবন ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এখন এই ছবি অনুসারে তৈরি গান ‘শেং শি ই হোং’ শুনুন।গান ৪

ইন ছু শি থিং_fororder_50da81cb39dbb6fdd59d97c40424ab18962b3709

বন্ধুরা, ইন ছু শি থিংয়ের চীনা বৈশিষ্ট্যময় গানগুলো কেমন লাগছে? এবার আমরা তাদের আধুনিক একটি গান ‘মাং চোং’ শুনবো। ‘মাং চোং’ চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায়ের মধ্যে একটি পর্যায়। এসময় চীনে কৃষি কাজ করা হয়। ইন ছু শি থিং ‘মাং চোং’ অনুসারে গান তৈরি করে জীবনের গল্প তুলে ধরেছেন। গানের বিষয় চীনা সংস্কৃতি হলেও এর সংগীত পপ ও ইলেকট্রনিক সংগীত। গানটি প্রকাশের পরই চীনের ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং ইন ছু শি থিংয়ের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন ইন ছু শি থিংয়ের এই জনপ্রিয় গান ‘মাং চোং’ শুনবো।গান ৫

বন্ধুরা, ‘মাং চোং’ কেমন লাগলো? আসলে ‘মাং চোং’ ছাড়া ইন ছু শি থিং চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায় অনুসারে ধারাবাহিক গান রচনা করেন। সময় ও ঋতুর পরিবর্তন নিয়ে প্রাচীন চীনাদের চিন্তাভাবনা তারা আধুনিক সংগীতের মাধ্যমে নতুন করে প্রকাশ করেছেন। বন্ধুরা, এখন শুনুন ইন ছু শি থিং-এর চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায়ের একটি পর্যায় ‘লি ছিউ’ বা ‘শরত্কাল এসেছে’ নিয়ে রচিত গান ‘লি ছিউ’।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে ইন ছু শি থিংয়ের আরেকটি জনপ্রিয় গান ‘হোং চাও ইউয়ান’ শুনবো। গানে খুবই আকর্ষণীয় প্রাচীন প্রেমের গল্প বলা হয়েছে। যা ইন ছু শি থিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি গান। আশা করি, আপনারা তাদের গান পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।