সঙ্গীতদল ‘বিয়ন্ড’
2021-11-17 15:03:55

‘বিয়ন্ড’ চীনের হংকং প্রশাসনিক অঞ্চলের একটি রক সঙ্গীতদল। দলটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সঙ্গীতদলে চারজন সদস্য ছিলেন। ১৯৮৩ সালে এক গিটার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৮৬ সালে তাঁরা নিজ খরচে প্রথম অ্যালবাম ‘বিদায় আদর্শ’ প্রকাশ করেন।

সঙ্গীতদল ‘বিয়ন্ড’_fororder_src=http___mcchou.com_wp-content_uploads_2018_10_81020180139732-500x318&refer=http___mcchou

১৯৮৮ সালে সঙ্গীতদলটি ‘গুপ্ত পুলিশ’ নামের অ্যালবাম দিয়ে হংকংয়ের সঙ্গীত জগতে ব্যাপক সাড়া ফেলে। একই বছর ‘ভূমি’ নামের গান দিয়ে সঙ্গীতদলটি জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশন পুরস্কার জিতে। বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের ‘ভূমি’ নামের গানটি শোনাতে চাচ্ছি, কেমন?

 

১৯৮৯ সালে সঙ্গীতদলটি ‘সত্যি তোমাকে ভালোবাসি’ গানটি দিয়ে সেরা দশ চীনা সোনালী সংগীত পুরস্কার এবং জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশন পুরস্কার জিতে। ১৯৯০ সালে ‘গৌরবময় বছর’ গান দিয়ে সঙ্গীতদলটি আবার জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশন পুরস্কার জিতে। ১৯৯১ সালে তাঁরা একটি চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর হংকংয়ে ‘বিয়ন্ড লাইভ ১৯৯১’ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। ১৯৯২ সালে পরিবেশ উন্নয়নে সচেতনা তৈরিতে তাঁরা জাপানে যান।

সঙ্গীতদল ‘বিয়ন্ড’_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180701_9b25f577c0ba4775919f0718a3bb9bf9.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

আমি ‘সত্যি তোমাকে ভালোবাসি’ এবং ‘গৌরবময় বছর’ দু’টো গান আপনাদের একসাথে শোনাব, আপনারা নিশ্চয়ই গান দু’টো পছন্দ করবেন। 

 

১৯৯৩ সালে ক্যান্টোনিজ অ্যালবাম ‘রক এন্ড রোলে’ অন্তর্ভুক্ত গান ‘সীমাহীন সাগর, বিশাল আকাশ, আমার স্বপ্নে থেকো’ দিয়ে সেরা দশ চীনা সোনালী সংগীত পুরস্কার জিতে। একই বছরের ৩০ জুন সঙ্গীতদলটির প্রধান গায়ক হুয়াং চিয়াচু মারা যান। 

সঙ্গীতদল ‘বিয়ন্ড’_fororder_src=http___x0.ifengimg.com_res_2019_3628567D86F26D0B6F3EF40D7C7E905831FE28B0_size61_w550_h323.jpeg&refer=http___x0.ifengimg

১৯৯৪ সালে সঙ্গীদলটি ‘দ্বিতীয় তলা’ নামে অ্যালবাম প্রকাশ করে। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পরপর পাঁচটি অ্যালবাম সঙ্গীতদলের স্টাইল পরিবর্তনের প্রতীক হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। ১৯৯৯ সালে সঙ্গীতদলটি অস্থায়ীভাবে ভেঙ্গে যাওয়ার খবর প্রকাশিত হয়। ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে ফিরে এসে ‘বিয়ন্ড বিয়ন্ডকে ছাড়িয়ে যায়’ শীর্ষক বৈশ্বিক ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। কিন্তু ২০০৫ সালে ‘বিয়ন্ড দ্য স্টোরি লাইভ ২০০৫’ শীর্ষক বৈশ্বিক ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজনের পর দলটিকে আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে দেয়া হয়। এক সময় সঙ্গীতদলটি অনেক জনপ্রিয় ছিল। কিন্তু এখন দলটি আর নেই। কিন্তু আমরা তাদের গান শুনতে পারি, তাইনা? তাহলে এখন আমি তাদের আরেকটি গান আপনাদের সঙ্গে শুনব, গানের নাম ‘আর দ্বিধা করব না’। 

সঙ্গীতদল ‘বিয়ন্ড’_fororder_src=http___i0.hdslb.com_bfs_archive_32a65552fecc1b100731d1bb4b98e4fdeb2abc3b&refer=http___i0.hdslb

গানগুলি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লাগার কথা। গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে,  অনুষ্ঠানের শেষে আমি আপনাদের সঙ্গীতদলটির আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘তোমাকে পছন্দ করি’। (প্রেমা/এনাম)