‘আমার সঙ্গে যোগাযোগ করো’
2021-11-16 16:07:32

‘আমার সঙ্গে যোগাযোগ করো’_fororder_li

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ই ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লি ই ফেং, ১৯৮৭ সালের ৪ মে চীনের সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও একজন অভিনেতা। ২০০৭ সালে তিনি চীনের শাংহাই টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০০৯ সালে লি ই ফেং-এর প্রথম অ্যালবাম ‘ছোট ভদ্রলোক’ বাজারে আসে। ২০১০ সালে তিনি টিভি সিরিজ ‘নিশ্চয় সুখী হবে’তে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি দেশের দর্শকদের সবচেয়ে জনপ্রিয় দশজন অভিনেতার মধ্যে স্থান পান।

 

শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লি ই ফেং-এর গান ‘মনে রাখো, আমি তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি যাত্রাপথে আমাদের দুঃখের জন্য চিন্তা করি। গাড়িটি কোথায় যাচ্ছে, এত বেশি কথা, কিন্তু শুধু বিদায় বলতে পারি। ভালোবাসায় দুঃখ নেই। সব সুখ আমি পেতে চই। সময় যেন থেমে গেছে, মনে রাখো, আমি তোমাকে ভালোবাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লি ই ফেং-এর কণ্ঠে ‘আমার সঙ্গে যোগাযোগ করো’ গানটি। গানের কথায় বলা হয়: আমাদের বিশ্বে অনেক মানুষ আছে। দুর্বল হলে ডুবে যেতে হবে। এই পথে, কার জন্য ব্যস্ত থাকবে। যদিও ভালোবাসি, তবে বাস্তবতা অনেক নিষ্ঠুর। আমার কথা নয়, বরং মনের কথা শোনো। এই ফল কি তুমি চাও।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লি ই ফেং-এর গান ‘আমি যে মেয়েটিকে ভালোবেসেছিলাম’। গানের কথায় বলা হয়: আমার মনে আছে, হৃদয়ের নোট। আমার মনে আছে, বিদায়ের সময়ের ভালোবাসা সব চলে গেছে। কোনো একদিন হঠাত্ আমরা দেখা করেছিলাম, আমার প্রিয় মেয়ে, তোমার মনে আছে কি?

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লি ই ফেং-এর গান ‘ভালোবাসার সেই বছর’। গানের কথাগুলো এমন: তোমার সঙ্গে ভালোবাসার স্মৃতি অনেক মিষ্টি। ধন্যবাদ তোমাকে, আমাদের জীবনে সুন্দর মুহূর্ত এসেছে। ভালোবাসার সেই বছর, সুখ আমাদের মধ্যে আছে। আমাদের প্রতিশ্রুতি, একটু একটু করে বাস্তবায়ন করেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ই ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)