‘হাজার বছর’
2021-11-16 14:06:20

‘হাজার বছর’_fororder_ji

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জি খ্য চুন ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

জি খ্য চুন ই, তাঁর হান জাতির নাম হল ওয়াং চুন ই। ১৯৮৮ সালের ১৩ মে চীনের সি ছুয়ান প্রদেশের লিয়াং শান ই জাতির স্বায়ত্তশাসিত রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন ই জাতির নারী কন্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

২০১২ সালে জি খ্য চুন ই চীনের চ্য চিয়াং টেলিভিশিনের আয়োজিত নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘ভয়েস অব চায়না’-তে অংশ নিয়ে সারা দেশের মধ্যে তৃতীয় সেরা পুরস্কার পান। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে প্রবেশ করেন।

 

২০১২ সালে জি খ্য চুন ই’র প্রথম গান ‘রঙিন কালো’ প্রকাশিত হয়। ২০১৪ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘জি খ্য চুন ই’ মুক্তি পায়। ২০১৭ সালে জি খ্য চুন ই চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের গালায় গান পরিবেশন করেন।

 

শ্রোতা বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র গান ‘হাজার বছর’। গানের কথা এমন: ঠান্ডা শরত্কালের রাতে, তোমার অপেক্ষা করি। এবার বিদায় নিলে কখন আবার দেখা হবে কে জানে! যদি স্মৃতি পুরাতন না হয়, তাহলে হাজার বছর তোমার অপেক্ষা করতে পারি; যদি আবার তোমার হাসি দেখার সুযোগ হয়। তুমি আমার হৃদস্পন্দন, তুমি আমার ভবিষ্যতের চিহ্ন।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন জি খ্য চুন ই’র গান ‘ভয় পেও না’। গানের কথাগুলো এমন: বাতাস এসেছে, বৃষ্টি পড়ছে। পাতা পড়ে যাচ্ছে, বসন্ত চলে গেছে, শরত্কাল ঘনিয়ে আসছে। আমার মেজাজেরও পরিবর্তন ঘটছে। ভয় পেও না, ভয় পেও না। আহত হলেও জীবনের কাছে নতি স্বীকার করো না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘এখনই রওনা হই’। গানের কথাগুলো এমন: গান গাওয়ার সময়ের শ্বাস, আলিঙ্গনের সময়ের হাত, হৃদয় থেকে মুগ্ধ হই। আমি তোমাকে স্পষ্টভাবে দেখাতে চাই, স্বপ্ন কতো গুরুত্বপূর্ণ। আনন্দ, দুঃখ, সবই তোমার জন্য পথ খুঁজে বের করবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন জি খ্য চুন ই’র গান ‘বর্তমানের আমি’। গানের কথাগুলো এমন: শহরের আলো, স্বপ্নের মতো। কে কেয়ার করে, আমি কী বলছি! মিথ্যা কথা, এতো সুন্দর, কিন্তু কতো অভিজ্ঞতা অর্জন হলে সাহসের সঙ্গে লড়াই করা যায়। প্রত্যেক মূহূর্তই আনন্দের হতে পারে।  

আচ্ছা, শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জি খ্য চুন ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)