‘বাতাসের মত পুরুষ’
2021-11-16 14:03:33

‘বাতাসের মত পুরুষ’_fororder_chen

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও তুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন সিয়াও তুং, ১৯৭৫ সালের ৩ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে। ১৯৯৫ সালে ছেন সিয়াও তুং আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০০০ সালে ছেন সিয়াও তুং-এর অ্যালবাম ‘আমার চেয়ে সুখী’ প্রকাশিত হয়। ২০০১ সালে তিনি চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের গালায় অংশ নেন। ২০০৩ সালে তিনি চীনের মূল ভূভাগে এসে প্রধানত চলচ্চিত্রের অভিনয়ে অংশ নেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও তুং-এর কণ্ঠে ‘আমার চেয়ে সুখী’ গানটি। গানের কথাগুলো এমন: চত্বরের ঘড়ি দেখি, তুমি এখনো আমার কোলে। শুভকামনার বিভিন্ন ধরণ আছে, তবে মর্মাহতের বেদনা শুধু মনে লুকিয়ে রাখা যায়। নিশ্চয় তুমি আমার চেয়ে সুখী হবে; প্লিজ, মনে রাখো, তুমি নিশ্চয় আমার চেয়ে সুখী হবে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও তুং-এর গান ‘ঘুমাতে চাই না’। গানের কথায় বলা হয়: গভীর রাত হলেও কেন ঘুমাতে চাই না। তোমাকে ছাড়া আর কাকে মিস করব। আমি অন্ধকারকে ভয় পাই না, তোমাকে আবারও ভালোবাসতে চাই। ভালোবাসা চুপচাপ উড়ে গেছে, তোমার ভালোবাসা আমাকে মাতাল করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘বাতাসের মত পুরুষ’। গানের কথাগুলো এমন: তোমাকে ভালোবাসা খুব ভালো, সত্যি খুব ভালো। তুমি জানো, আমি কি চাই। যখন তোমার কোলে আছি, তখন আর কিছুই চাই না। তবে এমন শান্ত জীবন থেকে আমি পালিয়ে যেতে চাই। দূরে যেতে চাই, দূরে তাকাতে চাই। হয়তো আমি বাতাসের মত পুরুষ, আমাকে ক্ষমা করো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও তুং-এর কণ্ঠে ‘আমি চাই’। গানের কথাগুলো এমন: স্মৃতি খুব রহস্যময় জিনিস, ছায়ার মতো মনে থাকে। আমি এই স্মৃতি থেকে পালিয়ে যেতে পারি না, বিশেষ করে গভীর রাতে। আমি তোমার জন্য নিজের নাম ভুলে যেতে চাই, আমি তোমার জন্য বিশ্বের শেষ প্রান্তে যেতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও তুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)