সিপিসির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে প্রশ্ন-উত্তর
2021-11-15 18:17:11

গত ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে আয়োজিত হয়। এ অধিবেশনে কী কী বিষয় আলোচিত হয়েছে এবং কেন এ অধিবেশন এতো তাত্পর্যপূর্ণ? চলুন প্রশ্ন-উত্তরের মাধ্যমে তা জেনে নিই:

 

১. প্র্রশ্ন: ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত প্রস্তাবের মূল বিষয় কী?

 

উত্তর: সিপিসি’র শত বছরের সংগ্রাম থেকে অর্জিত সাফল্য এতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে এবং ভবিষ্যতে পার্টির সম্ভাব্য সফলতার উপায় আলোচনা করা হয়েছে।

 

২. প্রশ্ন: সিপিসি’র শত বছরের সংগ্রামের ঐতিহাসিক তাত্পর্য কী?

 

উত্তর: সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ দুর্বল থেকে সমৃদ্ধ ও শক্তিশালী হয়েছে। মাত্র কয়েক দশকে সিপিসি’র নেতৃত্বে চীন শিল্পায়নের ক্ষেত্রে যে-সাফল্য অর্জন করেছে, সে-ধরনের সাফল্যের জন্য উন্নত দেশগুলোকে কয়েক শত বছর ধরে প্রচেষ্টা চালাতে হয়েছে। সিপিসির নেতৃত্বে চীন অর্থনীতিতে দ্রুত উন্নয়ন সাধন করেছে এবং সামাজিক স্থিতিশীলতা বাস্তবায়নের মাধ্যমে একটি সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়ার পথে দৃঢ়পায়ে এগিয়ে যাচ্ছে।

 

৩. প্রশ্ন: ভবিষ্যতে সিপিসি’র কার্যক্রম ও লক্ষ্যমাত্রা কী?

 

উত্তর: চীনা জনগণকে নিয়ে দেশের দ্বিতীয় শতবর্ষের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা। ২০৪৯ সালের মধ্যে চীনকে একটি  সমৃদ্ধ, গণতান্ত্রিক ও সভ্য আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা।

 

৪. সিপিসি’র ইতিহাসে আর কোন কোন ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে?

 

উত্তর: ১৯৪৫ সালের পূর্ণাঙ্গ অধিবেশনে মাও সে তুং চিন্তাধারা সিপিসি’র পথপ্রদর্শক আদর্শ হিসেবে নির্ধারিত হয়। ১৯৪৯ সালে মাও সে তুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে গৃহীত প্রস্তাবে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং ব্যাপক সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়, যার ফলে চীনা জনগণ সমৃদ্ধতর হয়।

আর এবারের পূর্ণাঙ্গ অধিবেশনের প্রস্তাবে বলা হয়েছে, ২০১২ সাল থেকে কমরেড সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি অনেক জটিল সমস্যার সমাধান করেছে, অনেক কঠিন কাজ সম্পন্ন করেছে, এবং পার্টি ও দেশের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চীনা জাতি দুর্বল থেকে সমৃদ্ধ ও শক্তিশালী হয়েছে। (সুবর্ণা/আলিম/তুহিনা)