সহজ চীনা ভাষা: আমার চাচা জুলস
2021-11-15 14:21:01

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘আমার চাচা জুলস’, এর চীনা ভাষা হল ‘我的叔叔于勒’। বন্ধুরা , প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক মাউপাসান্ত রচিত একটি ছোট গল্প। তিনি বিখ্যাত সমালোচনামূলক বাস্তববাদী লেখক ও বিশ্বের ৩জন মহান ঔপন্যাসিকের মধ্যে অন্যতম। জীবদ্দশায় তিনি ৬টি উপন্যাস, ৩৫৯টি ছোটগল্প ও ৩টি ভ্রমণ নোট লিখেছেন। ফরাসি সাহিত্যের ইতিহাসে তার ছোটগল্পের সংখ্যা সবচেয়ে বেশি এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

আজকের পাঠ হল, মাউপাসান্তের প্রতিনিধিত্বকারী একটি ছোটগল্প। এতে প্রধান চরিত্র, তার চাচা জুলসকে দেখতে যাওয়ার গল্প তুলে ধরা হয়। এতে জুলসের অবস্থা জানার পর তার প্রতি ভিন্ন মনোভাবের কারণে, তার প্রতি মানুষের মিথ্যাচারের বিদ্রুপ করা হয় এবং পুঁজিবাদ ব্যবস্থার অন্ধকার ও অধঃপতনের সমালোচনা করা হয়।

 

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

叔叔 shū shu চাচা/কাকা 婶婶 shěn shen চাচী/কাকী  我要去看望我的叔叔 wǒ yào qù kàn wàng wǒ de shū shu আমি আমার চাচাকে দেখতে যাবো।

关系 guān xi সম্পর্ক 人们之间的关系 rén mén zhījiān de guān xi মানুষের মধ্যে সম্পর্ক 他们的关系怎么样?tā mén de guān xi zěn me yang ? তাদের সম্পর্ক কেমন? 这两件事情没有关系 zhè liǎng jiàn shì méi yǒu guān xi এ দুই বিষয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই।

虚伪 xū wěi শঠতা/মিথ্যাচার/শঠ/কপট 虚伪的话 xū  wěi de huà কপট কথা 虚伪的人 xū wěi de rén শঠ মানুষ 这样的行为十分虚伪 zhè yang de xíng wéi shí fēn xū wěi এটি খুব কপট আচরণ।

讽刺 fěng cì ব্যঙ্গ করা 讽刺诗 fěng cì shī ব্যঙ্গাত্মক কবিতা  讽刺他人 fěng cì tā rén অন্যকে ব্যঙ্গ করা  他写文章讽刺社会现象 tā xiě wén zhāng fěng cì shè huì xiàn xiàng তিনি প্রবন্ধ লিখে সামাজিক ঘটনার ব্যঙ্গ করেছেন।