‘জনগণের নেতৃত্বের অবস্থানে থাকা’ হচ্ছে সত্যিকারের গণতন্ত্র: সিআরআই সম্পাদকীয়
2021-11-13 19:22:05

নভেম্বর ১৩: একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভাল কি মন্দ, তা নির্ভর করে সেদেশের জনগণ নেতৃত্বের অবস্থানে রয়েছে কি না, তার ওপর। 

পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র এখন সংকটে রয়েছে। স্পেনের একটি সংবাদপত্রের এক প্রবন্ধে বলা হয়, যদিও বর্তমান পশ্চিমা সমাজে নাগরিকদের ভোটসহ রাজনৈতিক অধিকার রয়েছে, তবে এসব তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিশ্চিত করতে পারে না। 

এই বিশ্লেষণ পশ্চিমা গণতন্ত্রের সমস্যা চিহ্নিত করেছে। তাতে বিশ্ববাসী স্পষ্টভাবে দেখছে, পশ্চিমা দেশগুলোর গৌরবময় ‘নির্বাচনী গণতন্ত্র’ হচ্ছে ধনীদের ‘খেলা’, সত্যিকারের গণতন্ত্র নয়। 

তাহলে সত্যিকারের গণতন্ত্র কী? “একটি দেশে গণতন্ত্র রয়ছে কি না-তা জানতে দেখতে হবে সেদেশে জনগণের নেতৃত্ব রয়েছে কি না। গণতন্ত্র কোনো অলঙ্কার নয়। তাতে জনগণের চাহিদা ও সমস্যার সমাধান নিহিত।”প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এই বক্ত্যবের মাধ্যমে চীনের গণতান্ত্রিক রাজনীতিকে আরো স্পষ্টভাবে বুঝতে পারছে বিশ্ব। 

মার্কিন জরিপ সংস্থার জরিপে দেখা গেছে, চীনের ক্ষমতাসীন দল ও সরকারের প্রতি চীনের জনগণের আস্থা ও সন্তুষ্টির হার যথাক্রমে ৯৫ ও ৯৮ শতাংশ। 

আগামিতে সিপিসি মানব জাতির সভ্যতার সকল ইতিবাচক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ অব্যাহত রাখবে। তবে পশ্চিমাদের ভিত্তিহীন অভিযোগ গ্রহণ করবে না। সিপিসির নেতৃত্বে চীনা জনগন ‘জনগণের নেতৃত্বের অবস্থানে থাকার’ গণতন্ত্রের পথে দৃঢ়পদে এগিয়ে যাবে। 
(আকাশ/এনাম/রুবি)