সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র একটি গুরুত্বপূর্ণ সভা বসে ৮ নভেম্বর; চলে ১১ নভেম্বর পর্যন্ত। এ সভা চীনের উন্নয়নের সঙ্গেই কেবল জড়িত নয়, বরং বিশ্বের জন্য চীনের রাজনীতি ও প্রকৃত চীনকে জানার সুযোগও বটে। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব শাহরিয়ার জামান সুমন। তিনি বতর্মানে বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির মহাসচিব। উল্লেখ্য, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি বর্তমান বাংলাদেশে সবচেয়ে পুরাতন ও বৃহত্তম মৈত্রী সমিতিগুলোর মধ্যে অন্যতম। চলুন, আলাপ করি তাঁর সঙ্গে।
(স্বর্ণা/আলিম/ছাই)