দেহঘড়ি পর্ব-৪৩
2021-11-12 20:06:24

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।

## প্রতিবেদন

বিশ্ব নিউমোনিয়া দিবস: ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বাংলাদেশে

হাবিবুর রহমান অভি: বাংলাদেশে প্রতি ঘণ্টায় ৩জন শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। আর বছরে এই রোগে গড়ে মারা যায় দেশের ২৫ হাজারের মতো শিশু। 

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের বড় অংশ মারা যাচ্ছে বাড়িতে এবং প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে। স্বাস্থ্যবিদদের মতে, শিশুদের নিউমোনিয়া সংক্রমণ কেন ঘটছে, সেটির ৫০ শতাংশ কারণ এখনো অজানা। আর এ নিয়ে গবেষণাও কম হয়েছে বাংলাদেশে। 

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, নিউমোনিয়ায় শিশুমৃত্যু কমাতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তা-ও পর্যাপ্ত নয়। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নিউমোনিয়া দিবস পালন করা হয়েছে।

২০০৯ সাল থেকে নিউমোনিয়া দিবস পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হলে, তাদের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি।

শিশুদের ক্ষেত্রে সাধারণত দু’ ধরনের নিউমোনিয়া হতে পারে -- ভাইরাসঘটিত ও ব্যাকটেরিয়ার সংক্রমণ।

নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞরা বলেন, ডিপথেরিয়া ও হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং নিউমোকোক্কাল কনজুগেট টিকা দিয়ে শিশুর নিউমোনিয়া রোগ প্রতিরোধ করা যায়।

তবে বেশকিছু ভাইরাল নিউমোনিয়া রয়েছে যার প্রতিরোধে এখনও কোনও টিকা আবিষ্কার হয়নি। এমন অবস্থায় এসব শিশুদের আশেপাশে যারা আসেন তাদের কিছু নিয়ম মানা জরুরি। এজন্য বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। যেমন:

   নিয়মিত হাত ধোয়া।

   চিকিৎসকের পরামর্শে শিশুকে ভিটামিন-এ খাওয়ানো।

   পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বাড়ির আঙিনা দূষণমুক্ত রাখা।

   বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা।

   মাস্কের ব্যবহার এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

   লোক সমাগম থেকে ছোটদের দূরে রাখা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে তিনের নিচে নামিয়ে আনা।

 

##হেল্‌থ বুলেটিন

বাংলাদেশকে ৬৮ লাখ টিকা দিচ্ছে ফ্রান্স, পোল্যান্ড ও সৌদি আরব

বাংলাদেশকে প্রায় ৬৮ লাখ করোনাভাইরাসের টিকা উপহার দিচ্ছে ফ্রান্স, পোল্যান্ড ও সৌদি আরব। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর ২০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স। এ ছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ। আর ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড।

চীনের মূলভূখণ্ডে ২৩২ কোটি ডোজ টিকা প্রয়োগ

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian1

শনিবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাস ২৩২ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য প্রকাশ করেছে সম্প্রতি। ২০১৯ সালের শেষ দিকে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে চীনে ৯৮ হাজার ৬০৫ জন এই রোগে সংক্রামিত হয়েছে এবং ৪ হাজার ৬৩৬ জন মারা গেছে। গত সপ্তাহে চীনের মূল ভূখণ্ডে প্রতিদিন গড়ে ৫১ লাখ ২০ হাজার ৪৪৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম সমাপ্ত

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian2

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি আজ শুক্রবার শেষ হয়েছে। গত শনিবার সকালে সাত দিনব্যাপী এই কর্মসূচী শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশের ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। টিকাদানের ক্ষেত্রে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দেওয়া হয়।

চীনে করোনা পরীক্ষায় নানা দিকনির্দেশনা দিচ্ছে রোবট

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian3

নতুন করে এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ায় চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে ব্যাপক হারে শুরু হয় করোনাভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্রহের কাজ। এতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তালিয়ান শহরের চিনসিথান এলাকায় অবস্থিত ইএক্স ফিউচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে করোনা পরীক্ষা কেন্দ্রের সামনে রাখা হয়েছে রোবট। চীনা তরুণীর মতো দেখতে ওই রোবট করোনা পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে নানা দিকনির্দেশনা দিচ্ছে সাধারণ মানুষকে। চীনা ভাষায় কথার পাশাপাশি হাত ও মাথা নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নানা বিষয়ে পরামর্শ দিচ্ছে সেই রোবট। ওই রোবটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়ে যায় এই হিউম্যানয়েড রোবট।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian4

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ২৬ লাখ ছাড়িয়ে গেছে। মরণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৮৫ লাখ মানুষ। শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটার্স জানায়, সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় এক, দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। এই তালিকায় বর্তমানে ৩০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

## আপনার ডাক্তার

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian5

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ নিয়ে। ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ, যার ফলে রোগীর বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায়। বিশ্বজুড়ে এ রোগের ভয়াবহতা বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ আলঝেইমার সোসাইটি বলছে, এদেশে ২০১৫ সালে ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো পাঁচ লাখ, যা আগামী ২০৩০ সাল নাগাদ বেড়ে নয় লাখে এবং ২০৫০ সাল নাগাদ ২২ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দিন দিন এ রোগের প্রকোপ বেড়ে চললেও প্রতিকারের ব্যবস্থা অপ্রতুল। এ রোগের নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন জেরিয়াট্রিক অ্যান্ড জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইসমত কবির। তিনি কর্মরত যুক্তরাজ্যে ন্যাশনাল হেল্থ সার্ভিসে।

 

##ভুলের ভুবনে বাস

ডিমেনশিয়া জেনেটিক রোগ নয়

ডিমেনশিয়া এমন এক রোগ যাতে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায়। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হন। মস্তিষ্কের কোষ সংখ্যা বা নিউরন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে কমতে থাকে, যার ফলে ডিমেনশিয়া হয় । বর্তমানে সারাবিশ্বে এ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। শুধু যুক্তরাষ্ট্রে ৫৮ লাখ মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। ডিমেনশিয়ায় নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা। আজ আমরা আলোচনা করবো সেসব ভুল ধারণা সম্পর্কে।

বয়স বাড়লে কি ডিমেনশিয়া হবেই?

অনেকের ধারণা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনিবার্যভাবে ডিমেনশিয়া হয়। এ ধারণা সত্য নয়। এটা ঠিক যে বয়স্করাই এ রোগে আক্রান্ত হন। তবে বয়স হলেই যে এ রোগ হবেই এমন নয়। কারণ ডিমেনশিয়া বার্ধক্যের স্বাভাবিক অংশ নয়। যুক্তরাষ্ট্রের আলঝেইমার অ্যাসোসিয়েশন প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, দেশটির ৬৫-৭৫ বছর বয়সী জনসংখ্যার কেবল ৩ শতাংশ ডিমেনশিয়ায় আক্রান্ত।

ডিমেনশিয়া ও আলঝেইমার কি একই রোগ?

ডিমেনশিয়ারে রয়েছে নানা ধরন। আলঝেইমার সেগুলোর মধ্যে একটি। অন্যান্য ধরনের ডিমেনশিয়ার মধ্যে রয়েছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (এফটিডি), ভাস্কুলার ডিমেনশিয়া, মিশ্র ডিমেনশিয়া এবং লেউই বডি ডিমেনশিয়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং ডিমেনশিয়াকে "মস্তিস্কের কার্যকারিতা অর্থাৎ চিন্তা করা, মনে রাখা এবং যুক্তি ও আচরণগত ক্ষমতার ক্ষতি" হিসাবে সংজ্ঞায়িত করেছে।

ডিমেনশিয়া কি জেনেটিক?

একটি সাধারণ ধারণা হলো, ডিমেনশিয়া সম্পূর্ণরূপে জেনেটিক একটি রোগ। অর্থাৎ কারো পরিবারের একজন সদস্য যদি ডিমেনশিয়ায় আক্রান্ত হন, তবে অন্যদেরও হবে। এ ধারণা সত্য নয়। যদিও ডিমেনশিয়ার কোনও কোনও রূপে কিছুটা জেনেটিক উপাদান রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর সঙ্গে কোনও শক্তিশালী জেনেটিক যোগসূত্র নেই।

ডিমেনশিয়া কি কেবল বয়স্ক মানুষেরই হয়?

বয়স ডিমেনশিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ, তবে কোনও কোনও ক্ষেত্রে এ রোগ অল্প বয়স্কদেরও হতে পারে। বিজ্ঞানীদের কারো কারো ধারণা, ৩০ থেকে ৬৪ বছর বয়সী মানুষদের প্রতি ১ লাখে ৩৮ থেকে ২৮০ জন অর্থাৎ ০ দশমিক ০৩৮ থেকে ০ দশমিক ২৮ শতাংশ প্রাথমিক পর্যায়ের ডিমেনশিয়ায় আক্রান্ত হন।

অ্যালুমিনিয়ামের সঙ্গে কি ডিমেনশিয়ার সম্পর্ক আছে?

দেহঘড়ি পর্ব-৪৩_fororder_jian6

এমন একটি ধারণা বেশ প্রচলিত যে, অ্যালুমিনিয়ামের ক্যান থেকে পান করা বা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। গত শতাব্দির ষাটের দশকে, বিজ্ঞানীরা ইনজেকশনের মাধ্যমে খরগোশের শরীরে উচ্চ মাত্রার অ্যালুমিনিয়াম প্রয়োগ করে একটি পরীক্ষা চালন। তারা দেখতে পান যে, প্রাণীদের স্নায়বিক ক্ষত তৈরি হয়েছে যা ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের মস্তিষ্কে তৈরি হয়। তবে সেই প্রথম দিকের পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা আলঝেইমার ও অ্যালুমিনিয়ামের পাত্র বা প্যানের মধ্যে কোনও স্পষ্ট যোগসূত্র খুঁজে পাননি। যুক্তরাষ্ট্রের আলঝেইমার সোসাইটি বলছে, খাবার এবং পানীয়তে অ্যালুমিনিয়াম এমন একটি আকারে থাকে যা শরীরে সহজে শোষিত হয় না। শরীরে যাওয়া অ্যালুমিনিয়ামের বেশিরভাগই কিডনি দ্বারা পরিষ্কার করা হয়।

ডিমেনশিয়া মানেই কি একটি অর্থপূর্ণ জীবনের সমাপ্তি?

কেউ কেউ মনে করেন, ডিমেনশিয়া হলে তারা আর একা হাঁটতে যেতে পারবেন না এবং তাদের গাড়ি চালানো বন্ধ করতে হবে। সৌভাগ্যক্রমে, ব্যাপারটি তেমন নয়। ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন এমন অনেক মানুষ সক্রিয় ও অর্থপূর্ণ জীবনযাপন করেন। এটা ঠিক যে, রোগের লক্ষণ বাড়ার সঙ্গে সঙ্গে জটিলতাও বাড়তে থাকে। তবে যতক্ষণ না লক্ষণগুলো গুরুতর ততদিন জটিলতা হয় না। - রহমান

 

  • দেহঘড়ি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cnর মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।