“জলাবায়ু অর্থায়ন পেতে দক্ষতা বাড়াতে হবে”
2021-11-11 20:22:58

বসাপাতির ৪৭তম পর্বে যা থাকছে:

# ‘আমাদের টিকে থাকাই কষ্ট হয়ে যাচ্ছে’

# কৃষিকাজে অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি

 

সপ্তাহের সাক্ষাৎকার:

“আশাবাদী বা হতাশ হওয়ার বিষয় নয়। ব্যাপারটি হলো আমাদরে সামনে বিকল্প দুটো। এক আমরা সকলে মিলে আত্নহত্যার দিকে এগিয়ে যাবো অথবা আমরা বাঁচার চেষ্টা করবো। এই বাস্তবতাকে ধরে আমাদের রাজনৈতিক নেতা এবং কর্পোরেট নেতারা, যারা মূলত জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে, তারা যদি সবাই মিলে একটা উদ্যোগ নেয় তাহলে ভালো কিছু হবে। এটা মনে রাখা উচিত, এবারই আমাদের শেষ সুযোগ। কারণ, প্যারিস চুক্তি কিন্তু এবার থেকেই শুরু হয়েছে।”

                            - এম জাকির হোসাইন খান

“জলাবায়ু অর্থায়ন পেতে দক্ষতা বাড়াতে হবে”_fororder_jing