আকাশ ছুঁতে চাই ৪৭
2021-11-11 19:29:40

প্রকৌশল শিক্ষায় এগিয়ে আসুক নারী

১. রিপোর্ট: যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী ইউএনওরা

২. সাক্ষাৎকার: প্রকৌশল শিক্ষায় এগিয়ে আসুক নারী –ড.শেলিনা বেগম, ডেপুটি ডিরেক্টর, বুয়েট

৩. সিয়ামেনের মৎস্যকন্যা

৪. গান: চাঁদ আমার হৃদয়ের প্রতীক: শিল্পী থেরেসা থাং

৫. নিউইয়ের্কে বিজয়ী বাংলাদেশের নারী

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন ভালো আছেন।

যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী ইউএনওরা

বাংলাদেশের নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এখনো অনেক প্রতিবন্ধকতা পার হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন দায়িত্ব পালনের সময় ৫ দশমিক ৭ শতাংশ নারী ইউএনও যৌন হয়রানির শিকার হয়েছেন, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সম্প্রতি প্রকাশিত এক জরিপে। বিস্তারিত রিপোর্টে

অসহযোগিতা ও নানা প্রতিবন্ধকতার কারণে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধাগ্রস্ত হন বাংলাদেশের প্রায় ৪৪ শতাংশ নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমনকি যৌন হয়রানির শিকারও হয়েছেন ৫ দশমিক ৭ শতাংশ নারী ইউএনও। সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির করা এক গবেষণায় এমন তথ্য উঠে আসে। গবেষণায় বলা হয়, দায়িত্ব পালন করতে গিয়ে তাদের উপর চাপগুলো আসে স্থানীয় জনপ্রতিনিধি ,প্রভাবশালী এবং জেলা প্রশাসন থেকে। বেশিরভাগ ক্ষেত্রে নারী ইউএনও অবৈধ আর্থিক সুবিধা অনুমোদন সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হন। এ ধরনের চ্যালেঞ্জ প্রধানত নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আসে।  দুর্যোগ মোকাবিলায় চ্যালেঞ্জের সম্মুখীন হন ৯৮ শতাংশ নারী ইউএনও। বিশেষ পরিস্থিতিতে নারী ইউএনও এর জন্য নিরাপত্তা ব্যবস্থা নেই বলেও উঠে এসেছে গবেষণায়। 

দুর্নীতিবিরোধী কাজের ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা' ‘অনৈতিক কাজের জন্য চাপ',  সরকারের বিভিন্ন বিভাগের দপ্তরের সঙ্গে সমন্বয়হীনতা এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে অসহযোগিতাসহ নানা অভিযোগ রয়েছে ৪৮ দশমিক ৫ শতাংশ নারী ভুক্তভোগী কর্মকর্তাদের।

২০২০ সালের জুন মাসের তথ্যের ভিত্তিতে দেশের ৪৮৫টি উপজেলার মধ্যে ১৪৯টি উপজেলায় কর্মরত নারী ইউএনওদের উপর এই জরিপ চালানো হয়।   

সাক্ষাৎকার:প্রকৌশল শিক্ষায় এগিয়ে আসুক নারী– ড.শেলিনা বেগম, ডেপুটি ডিরেক্টর, বুয়েট

আকাশ ছুঁতে চাই ৪৭_fororder_nvxing

আকাশ ছুঁতে চাই ৪৭_fororder_nvxing1

বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন বিভিন্ন পেশায়। তবে রয়েছে প্রতিবন্ধকতাও। নারীর চ্যালেঞ্জ মোকাবেলায় আছে অনেক পথ। এসব নিয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ড. শেলিনা বেগমের সঙ্গে । আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী এখনও মাত্র ২৫ শতাংশ বলে জানালেন ড. শেলিনা বেগম। তিনি বলেন, ‘নব্বই দশকে তো হাতে গোনা মাত্র কয়েকজন নারী প্রকৌশল শিক্ষার জন্য এখানে এসেছিলেন।’ নারীদের প্রকৌশল শিক্ষায় পিছিয়ে থাকার মূল কারণ হলো সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গী। এখনও আমাদের সমাজে মনে করা হয়, প্রকৌশল শিক্ষা নারীর জন্য নয়। এটা পুরুষের শিক্ষা। নারীরা ইঞ্জনিয়ার হবে এটা মেনে নিতে পারে না অনেকেই। অভিভাবকরা ভাবে, নারী যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে না। নিরাপত্তার অভাবকেও এজন্য দায়ী মনে করেন শেলিনা।

তিনি নিজে যখন বুয়েটের প্রশাসনিক পদের জন্য আবেদন করেন তখন তাকে শুনতে হয় ‘এটা পুরুষের পদ। এই পদে আগে কোন নারী চাকরি করেননি।’ কিন্তু তিনি প্রতিযোগিতার মাধ্যমে এই পদের যোগ্য বলে বিবেচিত হন। তিনি সফলতার সঙ্গে কাজ করছেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মেধাবী নারী ইচ্ছা থাকা সত্ত্বেও প্রকৌশল শিক্ষা করতে পারেন না অর্থের অভাবে। কারণ দরিদ্র পরিবারে ছেলে সন্তানকে অর্থ ব্যয় করে বুয়েটে পাঠানো হলেও, মেয়ের পিছনে এতটাকা ব্যয় করতে চায় না পরিবার।

শেলিনা মনে করেন, যদি নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকে তাহলে হয়তো আরও বেশি সংখ্যায় নারী প্রকৌশল শিক্ষায় এগিয়ে আসবে।

সিয়ামেনের মৎস্যকন্যা

আকাশ ছুঁতে চাই ৪৭_fororder_nvxing2

আকাশ ছুঁতে চাই ৪৭_fororder_nvxing3

 বিশ্বের বিভিন্ন দেশের রূপকথা আর লোককাহিনীতে রয়েছে মারমেইড বা মৎসকন্যার কথা। কিন্তু চীনের ফুচিয়ানে দেখা মিলবে একজন সত্যিকারের মারমেইডের। শুনুন সেই গল্প

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহর। এখানে ওশ্যান সায়েন্স পার্কে দর্শকরা ভিড় জমান মারমেইডের ক্রীড়াশৈলী পরিবেশনা দেখতে। পরিবেশনা করেন ইয়ো ইচিন নামে এক তরুণী। ইয়োর শো দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং ইন্টারনেটে তার ভিডিও ভাইরাল হয়েছে।

তবে তার কাজটি মোটেই সহজ নয়। ইয়ো একজন পেশাদার মৎস্যকন্যা । তিনি দক্ষ ডুবুরী। তবে ডুবুরী হওয়া আর মৎস্যকন্যার নাচ পরিবেশন করা এক কথা নয়। তিনি শিল্পীর একগ্রতা ও নৈপুণ্য নিয়ে জলের নিচে মৎস্যকন্যার নৃত্য পরিবেশন করেন। তার চারপাশে ঘুরে বেড়ায় জীবন্ত মাছের ঝাঁক।

ইয়ো আশা করেন তার পরিবেশনার মাধ্যমে তিনি দর্শকদের কাছে সমুদ্র ও মানুষের মধ্যে একটা সমন্বয় তুলে ধরতে পারবেন। সামুদ্রিক বিভিন্ন ক্রীড়ায় মানুষের আগ্রহও বাড়িয়ে তুলতে চান তিনি। সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার বিষয়টিও তিনি দর্শকদের বোঝাতে চান। চলতি বছরের শুরু থেকেই মৎস্যকন্যার ভূমিকায় পারফর্ম করছেন ইয়ো ইচিন।

গান

আকাশ ছুঁতে চাই ৪৭_fororder_nvxing4

সুপ্রিয় শ্রোতা, এখন চীনা গান শোনার পালা।  চীনের জনপ্রিয় শিল্পী থেরেসা থাং ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, অভিনেত্রী, সুরকার ও সমাজসেবী। এই শিল্পী ১৯৯৫ সালের ৮ মে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখন শুনবেন শিল্পী থেরাসা থাংয়ের কণ্ঠে চীনের জনপ্রিয় গান ‘চাঁদ আমার হৃদয়ের প্রতীক’।

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারীদের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের পাশাপাশি নারী ও জলবায়ু পরিবর্তন শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, নারীরা জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী। তাই এর ঝুঁকি মোবাবেলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার নারীরা। শুধু বাস্তবায়ন নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও নারী সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই।

নিউইয়র্কে বিজয়ী বাংলাদেশের নারী

আকাশ ছুঁতে চাই ৪৭_fororder_nvxing5

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ও সোমা সাঈদ কুইন্স। সম্প্রতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এই দুই নারী।

এই নির্বাচনে ২৮ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাত্র ৮ শতাংশ ভোট। বিপুল ভোটে বিজয় অর্জনের মধ্য দিয়ে শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন। তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়।

অন্যদিকে অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়।

নিউইয়র্ক সিটি নির্বাচনে এই প্রথমবারের মত দুই বাংলাদেশি নারীর ঐতিহাসিক বিজয় বাংলাদেশি নারীদের জন্য গৌরবের।

 

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী ইউএনওরা, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

সিয়ামেনের মৎস্যকন্যা বিষয়ক প্রতিবেদন : শান্তা মারিয়া

নিউইয়ের্কে বিজয়ী বাংলাদেশের নারী, প্রতিবেদন: হাবিবুর রহমান অভি

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী