ছাই ছিন
2021-11-10 11:12:29

ছাই ছিন_fororder_QQ截图20211102112247

 

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ছাই ছিন। তিনি তার গভীর ও সুন্দর কণ্ঠের জন্য পরিচিত, তাইওয়ানে তাকে ‘ব্যালাড রানী’ বলা হয়। তাইওয়ানের পাশাপাশি চীনের মূলভূখণ্ড ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছাই ছিনের গানগুলো অনেক জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন ছাই ছিনের একটি সুন্দর গান ‘তোমার কোমলতা’।গান ১

ছাই ছিন ১৯৫৭ সালে চীনের তাইওয়ানের কাওসিয়ং শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে একটি ব্যালাড সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চতুর্থ পুরস্কার লাভ করেন। এরপর তিনি শোবিজে প্রবেশ করেন। একই বছর ছাই ছিন তার প্রথম অ্যালবাম ‘ছু সাই ছিউ’ প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান গান ‘ছু সাই ছিউ’। গানে জন্মস্থানের কথা বলা হয়। বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের এই সুন্দর গান ‘ছু সাই ছিউ’।গান ২

ছাই ছিন_fororder_src=http___img.orz520.com_t016b68cf1af257787a&refer=http___img.orz520

নতুন গায়িকা হলেও ছাই ছিনের প্রথম অ্যালবাম মুক্তির পরই  অনেকের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সে বছর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। ১৯৮১ সালে তিনি নতুন অ্যালবাম ‘তোমার চোখ’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘তোমার চোখ’ খুব রোমান্টিক- একটি প্রেমের গান। গানে কবিতার মত সুন্দর কথা দিয়ে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়। ছাই ছিনের চমত্কার পরিবেশনায় গানটি দ্রুত অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। ৩০ বছর পার হলেও এই গান এখনও অনেক জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের জনপ্রিয় গান ‘তোমার চোখ’।গান ৩

১৯৮২ সালে ছাই ছিন তার কয়েক বন্ধুর সঙ্গে একটি মিউজিক স্টুডিও প্রতিষ্ঠা করেন। এটা তাইওয়ানের প্রথম মিউজিক স্টুডিও। এই স্টুডিও তাইওয়ানের শ্রেষ্ঠ ব্যালাড সংগীতের অ্যালবাম তৈরি করে; আর ছাই ছিনও তাইওয়ানের ব্যালাড সংগীতের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন। তিনি তাইওয়ানের সংগীত মহলে অনেক রেকর্ড সৃষ্টি করেছেন। যেমন- তিনি প্রথম ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন, প্রথম মিউজিক ভিডিও তৈরি করেন, প্রথম ইউরোপে কনসার্ট ট্যুর আয়োজন করেন ইত্যাদি। বন্ধুরা, এখন শুনুন ছাই ছিনের একটি সুন্দর গান ‘বন্দর’।গান ৪

বন্ধুরা, এবার আমরা শুনবো ছাই ছিনের খুব জনপ্রিয় একটি গান ‘ভুলে যাওয়া সময়’। গানে খুব সুন্দর কথা দিয়ে অতীতের আনন্দময় সময়ের কথা স্মরণ করা হয়। গানের কথাগুলো প্রায় এমন: কে আমার জানালায় ধাক্কা দেয়, কে স্ট্রিং বাজায়। বাইরে হালকা বৃষ্টি পড়ে, ঘরে আমি নীরবে বসে থাকি। অতীতের আনন্দময় সময় মাথায় ভেসে আসে.......গানটি ছাই ছিনের সবচেয়ে জনপ্রিয় গানের অন্যতম, এখনও বিভিন্ন অনুষ্ঠানে গানটি বারবার শোনা যায়। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৫

ছাই ছিন_fororder_src=http___img.pconline.com.cn_images_upload_upc_tx_itbbs_1203_15_c3_10921092_1331805360176_1024x1024it&refer=http___img.pconline.com

গান গাওয়ার পাশাপাশি ছাই ছিন চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবং পুরস্কার পেয়েছেন। তিনি চীনা শিল্পী হিসেবে জাপান, যুক্তরাষ্ট্র ইত্যাদি নানা দেশে পারফর্ম করেছেন। চীন ও বিদেশের সংগীত যোগাযোগে তিনি অবদান রেখেছেন। বন্ধুরা, এখন তাঁর একটি জনপ্রিয় গান ‘অশেষ ভালোবাসা’ শুনুন। গানটি প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং চীনা সংগীত মহলের ক্লাসিক গানে পরিণত হয়। বন্ধুরা, এখন গান ‘অশেষ ভালোবাসা’ শুনুন।গান ৬

এখনও ছাই ছিন নতুন নতুন গান তৈরি করছেন, আর তার পুরানো গানগুলোও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ছাই ছিনের আরেকটি জনপ্রিয় গান ‘নানপিংয়ের সন্ধ্যার ঘণ্টাধ্বনি’ শুনবো, আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।