চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলা ও চীনের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিক
2021-11-10 15:16:34

নভেম্বর ১০: চীন আন্তর্জাতিক আমদানি মেলা হল চীনের অর্থনীতিকে বোঝার একটি জানালা। গত চার বছরে চীন আন্তর্জাতিক আমদানি মেলার ‘পুরোনো বন্ধুদের’ দেখে একটি নতুন পরিবর্তন বোঝা যায়, অনেক প্রতিষ্ঠান ও কোম্পানির প্রদর্শন স্টোরের আয়তন বেড়েছে।  

এক শ’ বর্গমিটার, ১৫০ বর্গমিটার, ২০০ বর্গমিটার। দুধ কোম্পানি দি ল্যান্ড চার বছর ধরে চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নিচ্ছে। এর প্রদর্শন স্টোরের আয়তন বেড়েছে, বরাদ্দও অনেক বেড়েছে।

এর আগে যেসব প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ৫ শ শীর্ষ প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ও মেলায় অংশ নিয়েছিল, সেসব প্রতিষ্ঠানও একাধিক বার মেলায় অংশ নেয়। অনেক নতুন বন্ধুও এতে যোগ দিচ্ছে।

তাহলে এ মেলার সাফল্যের পেছনের গোপন রহস্য কী?

১৪০ কোটিরও বেশি জনসংখ্যা, ৪০ কোটিরও বেশি মধ্যবিত্ত, বড় বাজার এবং শক্তিশালী ক্রয়ক্ষমতা—এ হচ্ছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন। বিশ্বের অর্থনীতিকেও চাঙ্গা রাখছে চীনের অর্থনীতি।  

৫৭.৮৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৭১.১৩ বিলিয়ন মার্কিন ডলার, তারপর ৭২.৬২ বিলিয়ন মার্কিন ডলার—প্রথম তিন বারের আমদানি মেলায় বাণিজ্যের পরিমাণ এভাবেই বেড়েছে। চীনা ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছে আকর্ষণের বিষয়।  

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও কোম্পানি মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী, কারণ তাদের মনে এমন আস্থা আছে যে: চীনের অর্থনীতির দীর্ঘস্থায়ী সুষ্ঠ উন্নয়নের প্রবণতার পরিবর্তন ঘটবে না। ভোগের গুণগত মান এবং রূপান্তরের প্রবণতার পরিবর্তনও হবে না। ভোগের দীর্ঘস্থায়ী সুষ্ঠু উন্নয়নের প্রবণতারও পরিবর্তন হবে না।

এবার আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পণ্যের পরিবর্তন চীনা বাজারের চাহিদার উন্নয়নের প্রতিফলন ঘটেছে। এর পিছনে হল চীনের উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়নের প্রবণতা।

চলতি বছরের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় একটি ১৪০ বছরের পুরাতন জার্মানা প্রতিষ্ঠান-বেয়ার্সডর্ফ অংশ নিয়েছে।

শত বছর ইতিহাসের ব্র্যান্ড কেন এমন সময় আমদানি  মেলায় অংশ নিচ্ছে? প্রতিষ্ঠানের উত্তর-পূর্ব এশিয়ার ম্যানেজার সুয়েই ওয়েই বলেন, চীন উদ্ভাবন এবং সবুজ উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। প্রতিষ্ঠানের উন্নয়ন চাহিদার সঙ্গে তা সংগতিপূর্ণ। তিনি বলেন, বৈজ্ঞানিক প্রযুক্তি, সবুজ উদ্ভাবন এবং ডিজিটায়নের প্রেক্ষাপটে, কোম্পানীটি চীনা বাজারের ওপর আরো বেশি গুরুতারোপ করছে ও বিনিয়োগ বাড়াচ্ছে।

অর্থনীতির রূপান্তরে চীন সবসময় উদ্ভাবনশীল মনোভাব পোষণ করে, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুতারোপ করে, যা সারা বিশ্বের কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর জন্য আকর্ষণীয়।  

চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলা প্রথমবারের মত প্রযুক্তি ও সরঞ্জাম, গাড়ি ও চিকিত্সা—এই তিনটি প্যাভিলিয়নে উদ্ভাবন এলাকা স্থাপন করেছে। প্রায় এক শ’টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য ও বিজ্ঞান, স্বয়ংক্রিয় গাড়িসহ বিভিন্ন নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে এসেছে।

বোশ কোম্পানির চীনা শাখার প্রধান ছেন ইয়ু তুং বলেন, বিজ্ঞানভিত্তিক পণ্য ও সেবায় চীনা ভোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। চীন উদ্ভাবন ও গবেষণা ক্ষেত্রে বেশি বরাদ্দ দিচ্ছে। তাঁর কোম্পানী প্রযুক্তিগত উদ্ভাবন এবং অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের উন্নয়নে সাহায্য করতে ইচ্ছুক।

চীনের শিল্প উন্নয়নে এখন সবুজ ও নিম্ন কার্বন নির্গমন এবং শিল্পের রূপান্তরের প্রবণতা দেখা যাচ্ছে, যা শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। স্নাইডার কোম্পানির উপ-প্রধান ইন চেং জানান, এবার আন্তর্জাতিক আমদানি মেলায় স্নাইডার শূন্য কার্বন নির্গমন কারখানা, শূন্য কার্বন নির্গমন উদ্যানের উদাহরণ প্রদর্শন করেছে এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে।

(শুয়েই/আলিম/জিনিয়া)