লি রোংহাও
2021-11-09 15:51:24

লি রোংহাও ১৯৮৫ সালের ১১ জুলাই চীনের আনহুই প্রদেশের বেংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক, সুরকার ও অভিনেতা। দশ বছর বয়সে তিনি জীবনের প্রথম গিটার পান। শিক্ষকের অভাবে তিনি ক্যাসেট ও পাঠ্যপুস্তকের মাধ্যমে স্বশিক্ষা লাভ করেন। কিন্তু গিটারের ওপর বেশি মনোযোগ থাকার কারণে তাঁর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। তাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় বছরে তিনি স্কুল ত্যাগ করেন। বাবা-মায়ের চাপে তিনি প্রতি সপ্তাহে কন্ট্রাবাস শেখার জন্য ট্রেনে করে নানচিং শহরে যান। তিনি কয়েক বছর সেখানে লেগে ছিলেন। সতেরো বা ১৮ বছর বয়সে তিনি গিটার পাঠ্যপুস্তক লিখে প্রথম উপার্জন করেন। সাধারণ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময় তিনি তাঁর প্রথম গিটার শিল্প-কর্ম ‘একঘেয়েমি’ সৃষ্টি করেন। ২০১০ সালে তিনি তাঁর প্রথম ইপি ‘সিয়াও হুয়াং’ প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম ‘মডেল’ প্রকাশ করেন। অ্যালবাম দিয়ে তিনি গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে ‘সেরা  নতুন অভিনয় পুরস্কার’ জিতেন।

লি রোংহাও_fororder_55e736d12f2eb93867ee37e4da628535e5dd6f21

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে লি রোংহাও ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের নভেম্বরে তিনি নিজের নামের অ্যালবাম ‘লি রোংহাও’ প্রকাশ করেন। অ্যালবামে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবাম প্রকাশিত হবার পর তাইওয়ানের পাঁচটি তালিকা এবং জি-মিউজিক তালিকায় চ্যাম্পিয়ন হয়। এছাড়া, চীনের তাইওয়ান, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আইটিউনসে অ্যালবাম তালিকায় চ্যাম্পিয়ন হয়।

লি রোংহাও_fororder_src=http___n.sinaimg.cn_front_230_w610h420_20190202_UoeM-hsmkfyn7377056.png&refer=http___n.sinaimg

‘কমেডির রাজা’ ও ‘রচয়িতা’ দু’টো গান অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

লি রোংহাও_fororder_80cb39dbb6fd526616b2061fac18972bd407361b

২০১৬ সালে লি রোংহাও ‘একটি আদর্শ’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি ‘একটি আদর্শ’ নামের ২৩টি বিশ্ব ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। এটি ২১তম চীনা সঙ্গীত পুরস্কারে ‘এশিয়ান সেরা প্রভাবক সঙ্গীতানুষ্ঠান পুরস্কার’ জিতে। অ্যালবামে শিরোনাম সংগীত ‘একটি আদর্শ’ ও ‘বাবামা’সহ মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়। 

লি রোংহাও_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20181212_51f7b5ba9d9246e793347a6fb09d333b&refer=http___5b0988e595225.cdn.sohucs

২০১৮ সালে লি রোংহাও ‘কান’ নামের অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবাম দিয়ে তিনি ৩০তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়ক মনোনীত হন। অ্যালবামের শিরোনাম সংগীত ‘কান’ আসলে শোবিজ জগতে প্রবেশ করার পর তাঁর অ্যালবামের জন্য অন্যের সৃষ্টি প্রথম গান।  ২০১৭ সালে তিনি গানটির ডেমো শুনেন। গানটির লিরিক্স তাঁকে মুগ্ধ করার কারণে তিনি নিজের অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।  (প্রেমা/এনাম)