অধ্যাপক মোঃ মাহবুব আলমের সাক্ষাত্কার
2021-11-07 16:46:11

অধ্যাপক মোঃ মাহবুব আলমের সাক্ষাত্কার_fororder_c5d07b1b9247c942908dfb6fb5c633d

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক মোঃ মাহবুব আলম। ২০১২ সাল থেকে তিনি হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি (শেনযেন)-এ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার ১৫০টিরও বেশি গবেষণাপত্র একাধিক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তিনি জাপানের কিটামি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি করেছেন। আর হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে পোস্টডক করেছেন। তারপরে তিনি সাউথ আফ্রিকাতে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি সাতটি আন্তর্জাতিক সম্মেলন/সিম্পোজিয়ামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিশটির বেশী আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য (keynote) প্রদান করেছেন। তিনি “Wind and Structures” জার্নালের এডিটোরিয়াল টীম মেম্বার। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে