নভেম্বর ৬: চীনের চতুর্থ আন্তর্জাতিক আমদানি মেলা শাংহাইয়ে শুরু হয়েছে ৬ নভেম্বর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। মেলাটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নব্যতাপ্রবর্তন, সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।
নব্যতাপ্রবর্তন হলো অর্থনীতি উন্নয়নের প্রথম চালিকাশক্তি ও চীনের আন্তর্জাতিক আমদানি মেলার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। বিভিন্ন দেশের ৬২টি প্রতিষ্ঠানের শতাধিক নতুন পণ্য এবং উচ্চ মানের প্রযুক্তি ও সেবা এবার মেলায় প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে অর্ধেক পণ্য ও সেবা প্রথম বারের মতো বিশ্বের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। চীনা বাজারের ওপর এসব প্রতিষ্ঠানের আস্থা ভরপুর এবং চীনা বাজারের সুযোগও এরা ধরতে চায়।
চীনের জনসংখ্যা ১৪০ কোটি। এর মধ্যে মধ্যম আয়ের মানুষ ৪০ কোটির বেশি। তাই চীনা বাজার হলো একটি বিশাল বাজার, যা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান উপেক্ষা করতে পারে না।
আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীনের উন্মুক্তকরণের মান উন্নয়নের সংকল্প পরিবর্তন হবে না। (ছাই/আলিম/স্বর্ণা)