৩১ অক্টোবর যুক্তরাজ্যের গ্লাসগোতে জলবায়ু পরিবর্তনসম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলোর ২৬তম সম্মেলন তথা কপ-২৬ শুরু হয়। ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। অনেকের আশা, এবারের সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত দায়িত্ব ও কর্মসূচী নিয়ে অংশগ্রহণকারীরা ঐকমত্যে পৌঁছাতে পারবেন। আজকের আসরে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আবু হেনা ইমরুল কায়েস। তিনি গ্লাসগোতে কপ-২৬ কাভার করছেন। জনাব ইমরুল কায়েস বর্তমানে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া, তিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিক্যাবের যুগ্ম-সাধারণ সম্পাদকও বটে। চলুন, কথা বলি জনাব ইমরুল কায়েসের সঙ্গে।(স্বর্ণা/আলিম/ছাই)