আপন আলোয় ৪১
2021-11-05 19:39:57

আপন আলোয় ৪১

আপন আলোয় ৪১_fororder_a1

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: সালমা আকবর

 

 

চীনের ঐতিহ্যবাহী অপেরার জমজমাট উসব

আপন আলোয় ৪১_fororder_a2

চীনের ঐতিহ্যবাহী অপেরার পরিবেশনা সত্যিই নজর কেড়ে নেয় সবার। এই মঞ্চনাটকের দারুণ জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে আয়োজিত হয় জমকালো উৎসব: ১৭ তম চায়না থিয়েটার ফেস্টিভ্যাল।

চীনের সংস্কৃতিপ্রিয় মানুষেরা এক উৎসবে এসেই উপভোগ করতে পারেন অপেরার নানা ধাঁচের অনুষ্ঠান। বিশেষ করে পিকিং অপেরা, খুন অপেরা, ছিন অপেরা এবং উ অপেরার পরিবেশনায় ভীষণ মুগ্ধ হয়েছেন দর্শকরা। মঞ্চে প্রদর্শিত হয়েছে শিশুদের মঞ্চ নাটকও। এছাড়াও আয়োজন ছিলো চীনের মহান কমিউনিস্ট বিপ্লবের ঘটনা নিয়ে ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক।

চীনের একজন স্বেচ্ছাসেবী মহান শিক্ষক নারী কুইমেইয়ের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে দেখানো হয়েছে নাটক ‘শিক্ষক কুইমেই’। ইউননান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন এই মহিয়সী নারী। তার জীবনের আলোচিত নানা দিক চমৎকারভাবে তুলে ধরা হয়েছে নাটকে।

করোনা মহামারীর সময় জনগণকে সেবা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। তাদের আত্মত্যাগ নিয়ে সামাজিক নাটকের বেশ প্রশংসা করেছেন সবাই। এবারের থিয়েটার ফেস্টিভ্যালে ১৪ ধরনের অপেরাসহ মঞ্চস্থ করা হয় ৩১টি অসামান্য নাটক । ১৯৮৮ সালে প্রথম যাত্রা শুরু করা এই থিয়েটার উৎসব এখন পরিণত হয়েছে চীনের নাট্য সংস্কৃতির প্রতীকে।

অন্তরঙ্গ আলাপন

রবীন্দ্রসংগীতের শুদ্ধতা, গায়কী বজায় রাখতে চেষ্টা করি: সালমা আকবর

আপন আলোয় ৪১_fororder_a3

ছবি: সালমা আকবর

এক. আমাদের ছোট বেলায় একটা ইন্টারেস্টিং বিষয় ছিল- বাড়িতে সবার ঘরে ঘরে রেডিও বাজতো। রেডিও শুনতে শুনতে মা রান্না করতেন। রেডিও শুনে শুনে আমার অনেক গান মুখস্থ হয়ে গিয়েছিল। হারমোনিয়াম ছিল বাসায়। তাই দিয়ে গান শুরু করলাম- একদম অপ্রাতিষ্ঠানিকভাবে। এভাবে পারিপার্শ্বিক পরিবেশেই আমার গানে হাতেখড়ি। তারপর ছায়ানট আর সংগীত ভবনে ভর্তি হলাম- একসঙ্গে দুটোই চালালাম!

দুই. শান্তিনিকেতনে যেতাম মোহর দি’র (শ্রীমতি কনিকা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে দেখা করতে- আমি আর সাজেদ। উনি এতো কাছে টেনে নিতেন! নীলিমা সেনের কাছে গেছি, সংঘ মিত্রা দি’র বাড়িতে যেতাম। আর গেলেই তো গান গাওয়া হতো, শেখা হতো। মায়া সেনের বাড়িতে বসে গান শিখেছি। পরবর্তীতে মোহর দি ঢাকায় আসতেন, ওয়ার্কশপ করাতেন। ওয়ার্কশপে তার ক্লাস করতাম। আমাদের কয়েকজনকে নিয়ে আলাদা করে বসতেন তিনি।

বাংলাদেশের লেজেন্ড কলিম শরাফী, ওয়াহিদুল হক, সনজিদা আপা, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ এদের কাছে শিখেছি। গান শেখা শুধু তো গানের সুরটি শেখা নয়, সাথে সাথে গানটি বোঝা, গানটি পরিবেশন করা- এ সব পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়েছেন তারা। এই যে গানের পরিমণ্ডল- কতটা তাদের ধারণ করতে পেরেছি জানি না; কিন্তু পেয়েছি অনেক।

তিন. সংগীতে শুদ্ধতার একটা বিষয় রয়েছে। আমরা দেখি এ ক্ষেত্রে অনেক বিচ্যুতি ঘটছে আজকাল। আমাদের গীতাঞ্জলির মূল লক্ষ্য হলো শুদ্ধতা বজায় রেখে সঠিক সুরে গান গাওয়া। রবীন্দ্রনাথের গানে যে একটা বৈশিষ্ট্য বা গায়কী- সেটিকে আমরা বজায় রাখার চেষ্টা করি।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গ একান্ত সাক্ষাৎকারে নিজের বর্ণাঢ্য সংগীত-জীবন ও সংগীত-ভাবনা নিয়ে বললেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক সালমা আকবর। শুনিয়েছি বেশ কটি অনিন্দ্য-রবীন্দ্রসংগীত।

 

 

 

 

 

 

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।