রোববারের আলাপন-বিখ্যাত ক্রীড়াবিদদের আসন্ন বেইজিং অলিম্পিকের প্রতি সমর্থন
2021-11-05 16:56:54

সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ। 

বন্ধুরা, সম্প্রতি একাধিক বিশ্ববিখ্যাত ব্যক্তি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি তাঁদের সমর্থন ও শুভ কামনা প্রকাশ করেছেন। 

মেক্সিকোর প্রথম বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনকারী ফিগার স্ক্যাটিং খেলোয়াড় বলেন, ‘বন্ধুরা, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজনের জন্য আমি চীনের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে বিশ্ব মহামারীর এক কঠিন সময় অতিক্রম করছে। তবে আমরা বিশ্বাস করি, খেলাধুলা মানুষের মনে আশা যোগাতে পারে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস মানুষকে উত্সাহিত করতে পারবে। চীনের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, এটি একটি বড় দেশ। আগামী ফেব্রুয়ারীতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে আমি অংশ নিতে পারব, তা ভেবে আমি অনেক উত্তেজিত’। 

মেক্সিকোর ফিগার স্ক্যাটিং খেলোয়াড় দলের প্রধান জানান, ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেয়ার এই সুযোগকে আমাদের মেক্সিকোর খেলোয়াড়রা অনেক গুরুত্ব দিই। আমরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্য প্রত্যাশা করছি’। 

মেক্সিকোর আলপাইন স্কি খেলোয়াড় বলেন, ‘চীনে যাওয়ার প্রতাশ্যায় রয়েছি আমি। এটি আমার স্বপ্ন। আমি চীনের আলপাইন স্কি মাঠে খেলতে চাই’। 

মেক্সিকোর আরেকজন আলপাইন স্কি খেলোয়াড় বলেন, চীনে গিয়ে গেমসে অংশগ্রহন করাটা খুবই চমত্কার কাজ। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য চীনকে ধন্যবাদ জানাই। আমরা গেমসের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছি’। 

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, খেলাধুলা ও পর্যটনমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) একটি সাক্ষাত্কার দিয়েছেন। তিনি একজন সাবেক স্পিড স্ক্যাটিং খেলোয়াড়। তাই শীতকালীন খেলাধুলার প্রতি তাঁর অনেক ভালবাসা রয়েছে। 

তিনি বলেন, ‘২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেয়ার সময় আমার হাতে সময় থাকলে আমি বেইজিংয়ে স্ক্যাটিং খেলতে চাই’। 

তিনি আরো বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন অবশ্যই মহামারী আক্রান্ত বিশ্ববাসীকে নতুন জীবন শুরুর আশা যোগাবে। 

তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ১০০ দিনের কাউন্টডাউন ইতোমধ্যে শুরু হয়েছে। এটি একটি অনেক মূল্যবান সুযোগ। বিগত দু’বছরে করোনা মহামারী বিশ্বকে অনেক ক্লান্ত ও বেদনাহত করেছে। এখন বিশ্বব্যাপী টিকা নেয়ার হার ক্রমশ বাড়ছে। আগামী বছরের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য বেইজিং অলিম্পিক গেমস বিশ্বের স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের একটি সূচনা বিন্দুতে পরিণত হবে। 

তিনি বলেন, ‘আমি আমার সর্বশক্তি দিয়ে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসকে সমর্থন দেব। এগিয়ে যাও বেইজিং’।