চীনের ঐতিহ্যবাহী অপেরার জমজমাট উৎসব
2021-11-05 19:41:06

চীনের ঐতিহ্যবাহী অপেরার জমজমাট উৎসব_fororder_a2

চীনের ঐতিহ্যবাহী অপেরার পরিবেশনা সত্যিই নজর কেড়ে নেয় সবার। এই মঞ্চনাটকের দারুণ জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে আয়োজিত হয় জমকালো উৎসব: ১৭ তম চায়না থিয়েটার ফেস্টিভ্যাল।

চীনের সংস্কৃতিপ্রিয় মানুষেরা এক উৎসবে এসেই উপভোগ করতে পারেন অপেরার নানা ধাঁচের অনুষ্ঠান। বিশেষ করে পিকিং অপেরা, খুন অপেরা, ছিন অপেরা এবং উ অপেরার পরিবেশনায় ভীষণ মুগ্ধ হয়েছেন দর্শকরা। মঞ্চে প্রদর্শিত হয়েছে শিশুদের মঞ্চ নাটকও। এছাড়াও আয়োজন ছিলো চীনের মহান কমিউনিস্ট বিপ্লবের ঘটনা নিয়ে ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক।

চীনের একজন স্বেচ্ছাসেবী মহান শিক্ষক নারী কুইমেইয়ের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে দেখানো হয়েছে নাটক ‘শিক্ষক কুইমেই’। ইউননান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন এই মহিয়সী নারী। তার জীবনের আলোচিত নানা দিক চমৎকারভাবে তুলে ধরা হয়েছে নাটকে।

করোনা মহামারীর সময় জনগণকে সেবা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। তাদের আত্মত্যাগ নিয়ে সামাজিক নাটকের বেশ প্রশংসা করেছেন সবাই। এবারের থিয়েটার ফেস্টিভ্যালে ১৪ ধরনের অপেরাসহ মঞ্চস্থ করা হয় ৩১টি অসামান্য নাটক । ১৯৮৮ সালে প্রথম যাত্রা শুরু করা এই থিয়েটার উৎসব এখন পরিণত হয়েছে চীনের নাট্য সংস্কৃতির প্রতীকে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া