থান ওয়েইওয়েই
2021-11-02 14:06:30

থান ওয়েইওয়েই_fororder_src=http___qqpublic.qpic.cn_qq_public_0_0-2974629479-38DD74DF3F2B98DF2397CD3EF6C0E390_0_fmt=jpg&size=55&h=675&w=900&ppv=1&refer=http___qqpublic.qpic

থান ওয়েইওয়েই ১৯৮২ সালের ৮ অক্টোবর চীনের সিছুয়ান প্রদেশের জি গোং শহরের ইয়োং নিয়ান থানায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন পপসঙ্গীত শিল্পী। তিনি সিছুয়ান কনজারভেটরি অব মিউজিক থেকে স্নাতক হন। ১৯৯৭ সালে তিনি সিছুয়ান প্রদেশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় শিল্প উত্সবে স্বর্ণ পুরস্কার জিতেন। ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি সিছুয়ান কনজারভেটরি অব মিউজিকে ভর্তি হন। একই বছরের শেষ নাগাদ স্কুলের গীতিনাট্যে অভিনয় করার পর তিনি ৪ বছরের জন্য বার পরিবেশনা জীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি সিছুয়ান প্রদেশের ‘১০ সেরা গায়কের’ সুনাম অর্জন করেন। একই বছর তিনি চীনের প্রথম স্কুল কিশোর গীতিনাট্যে অভিনয় করেন।

থান ওয়েইওয়েই_fororder_src=http___upload.mnw.cn_2015_0413_1428924588326&refer=http___upload.mnw

একটি হাল্কা ঠাণ্ডা শরতের রাতে থান ওয়েইওয়েই শহরের উপকণ্ঠের একটি শান্ত বারে বসে ভালোবাসা নিয়ে হৃদয়ের অনুভূতি প্রকাশে গানটি সৃষ্টি করেন। গানে তৃণভূমির জীবন এবং প্রেমিকের সঙ্গে  পৃথিবী থেকে দূরে থাকা দিনগুলো বর্ণনা করা হয়। বন্ধুরা, গানটি রেকর্ড করার জন্য থান ওয়েইওয়েইয়ে তিনদিন সময় নিয়েছেন। 

থান ওয়েইওয়েই_fororder_src=http___www.whnews.cn_news_data_attachement_jpg_site2_20150514_c81f661f6a1316be918007&refer=http___www.whnews

‘ভাগ্যের সেতু’ থান ওয়েইওয়েই ও বিখ্যাত কণ্ঠ শিল্পী ওয়াং লিহোমের গাওয়া একটি বিশেষ গান। আসলে এটি ‘মহাপ্রাচীর’ চলচ্চিত্রের শেষ গান। গানটি ২০১৬ সালের নভেম্বরে প্রকাশিত হয়। পরে ওয়াং লিহোমের ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত ‘এ আই-আই’ অ্যাল্যালবামে অন্তর্ভূক্ত হয়। কেন আমি বলেছি, এটা একটি বিশেষ গান? কারণ গানটিতে থান ওয়েইওয়েই ছিনছিয়াং অপেরার পদ্ধতি ব্যবহার করেছেন। ছিনছিয়াং অপেরা চীনের হান জাতির সবচেয়ে প্রাচীন অপেরাগুলোর অন্যতম। এটা চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার। খুব বিশেষ তাইনা?

থান ওয়েইওয়েই_fororder_359b033b5bb5c9eab4029c85d939b6003bf3b3e7

‘পর্বতারোহীরা’ থান ওয়েইওয়েই’র একটি গান। গানটি তাঁর ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটিও একটি চলচ্চিত্রের শিরোনাম থিম সং। আমি এর আগে গানটি শুনিনি, তাই এখন আপনাদের সঙ্গে গানটি শুনব, কেমন?

থান ওয়েইওয়েই_fororder_src=http___singerimg.kugou.com_uploadpic_softhead_400_20180226_20180226163034480&refer=http___singerimg.kugou

এবার আমি থান ওয়েইওয়েই’র আরেকটি চলচ্চিত্রের গান আপনাদের শোনাব, কেমন? ‘বীরের প্রশংসা গান’  ছিল একটি পুরনো চলচ্চিত্রের থিম সং। কিন্তু গত বছর মুক্তি পাওয়া ‘উৎসর্গ’ চলচ্চিত্রে গানটি  থিম সং হিসেবে আবারও বাছাই করা হয়।

 

‘তোমাকে একটু রং দেই’ গানটি ২০১৫ সালে প্রকাশিত হয়। গানটিতে থান ওয়েইওয়েই হুয়াইন কাউন্টির লাওকিয়াং অপেরা এবং রক দু’রকম স্টাইল ব্যবহার করেন। তিনি একটি প্রতিযোগিতায় গান গাওয়ার সময় চ্যাম্পিয়ন হন এবং সাধারণ ফাইনালে ‘সবচেয়ে জনপ্রিয় রক’ শিল্পীর সুনাম অর্জন করেন। (প্রেমা/এনাম)