শুক্রবার চীনের থাং শান শহরের একটি কৃষি কোম্পানির কর্মীরা মেশিন দিয়ে ধান কেটেছে।
সম্প্রতি হ্য পেই প্রদেশের থাং শান শহরের ছাও ফেই তিয়ান এলাকার কৃষকরা ধান কেটেছে। তারা সময়মতো ধানের ফলন নিশ্চিত করেছে। জানা গেছে, এই এলাকায় ধান চাষের আয়তন ৩.২ লাখ মু (এক মু ৬৬৬ বর্গমিটার)।