কফি হাউসের আড্ডা ‘ইন্টারনেট অফ থিংস’ আমাদের জীবনে কেমন প্রভাব ফেলছে?
2021-10-29 15:04:07

কফি হাউসের আড্ডা ‘ইন্টারনেট অফ থিংস’ আমাদের জীবনে কেমন প্রভাব ফেলছে?_fororder_微信图片_20211027111115

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।

সম্প্রতি ‘ইন্টারনেট অফ থিংস’ টার্মটি বার বার বিভিন্ন খবরে দেখা যাচ্ছে। তা ৫জি ও এআই’র খবরের সাথে বেশি উচ্চারিত হচ্ছে। ‘ইন্টারনেট অফ থিংস’ আমাদের জীবনে আসলে কেমন প্রভাব ফেলছে? আজকের অনুষ্ঠানে এ বিষয় নিয়ে আলাপ করবো জনাব এ. এ. এম. মুজাহিদের সঙ্গে। তিনি সম্প্রতি চীনের শেনচেন শহরে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক ইন্টারনেট অফ থিংস প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে শাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। সেই সাথে জনাব ডক্টর মুজাহিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা)-এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, কথা বলি জনাব মুজাহিদের সঙ্গে।(স্বর্ণা/আলিম/ছাই)