প্রকৃত বহুপক্ষবাদ পূর্ব এশিয়ার অভিন্ন উন্নয়নের নিশ্চয়তা: সিআরআই সম্পাদকীয়
2021-10-29 20:35:05

অক্টোবর ২৯: সম্প্রতি ১৬তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সম্মেলনে চীন হাতে হাত রেখে মহামারী প্রতিরোধ, অর্থনীতির সার্বিক পুনরুদ্ধার এগিয়ে নেয়া, এবং সুবজ উন্নয়ন তরানিত্ব করাসহ নানা প্রস্তাব উত্থাপন করেছে। 

এসব প্রস্তাব পূর্ব এশিয়ার সহযোগিতার জন্য শক্তিশালী প্রাণশক্তি যোগাবে এবং বাস্তব কার্যক্রমের মাধ্যমে সত্যিকারের বহুপক্ষবাদ বাস্তবায়ন করবে। 

এবারের শীর্ষ সম্মেলন মহামারী ও একাধিক অর্থনৈতিক সমস্যার প্রেক্ষাপটে আয়োজিত হয়। সম্প্রতি চীনের শীর্ষ নেতা ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’ উত্থাপন করেছেন। তাতে তিনি শক্তিশালী, সবুজ ও স্বাস্থ্যকর বৈশ্বিক উন্নয়নকে প্রমোট করার মাধ্যমে বৈশ্বিক উন্নয়নের কমিউনিটি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। 

এবারের শীর্ষ সম্মেলনে মহামারী প্রতিরোধ ও অর্থনীতির পুনরুদ্ধার ত্বরানিত্ব করার আহ্বান জানিয়েছে চীন। কারণ এ দুটো বিষয় অব্যাহত বৈশ্বিক উন্নয়নের প্রাণশক্তি। 

ইতিহাস প্রমাণ করে, পূর্ব এশিয়ার সহযোগিতা সফল হয় কেবল সত্যিকারের বহুপক্ষবাদ ধারণ করার মাধ্যমে। উন্নয়নের মানসহ নানা খাতে পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে পার্থক্য রয়েছে, তবে মহামারী প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধারে পূর্ব এশিয়ার দেশসমূহের অভিন্ন লক্ষ্য এবং তাদের নিজ অঞ্চলের শান্তি ও স্থিতিশিলতা রক্ষার সক্ষমতা রয়েছে।
  
(আকাশ/এনাম/রুবি)