রোববারের আলাপন-আটানব্বই বছরের প্রবীণ এক কুং ফু নানীর গল্প
2021-10-29 23:57:31

সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ। 

সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। তার নিচে তিনি লিখেছেন, কুংফু চেতনা কখনো পুরনো হয় না’। ভিডিওটি নির্মিত হয়েছে চীনের চ্যচিয়াং প্রদেশের ৯৮ বছর বয়সী একজন ‘কুং ফু নানী’র জীবন নিয়ে। 

এনাম, আজ আমরা এ নানীর গল্প আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করব, কেমন? 

বন্ধুরা, বিখ্যাত এই কং ফু নানীর নাম হচ্ছে চাং হ্য সিয়ান। গত ১২ জুন সকালে চ্য চিয়াং প্রদেশের চাং খেং গ্রামে একটি কুং ফু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে নানা ধরনের খেলা ছিল। 
গ্রামের আশেপাশের সব অধিবাসীরা এখানে এসে খেলা উপভোগ করেন। চাং হ্য সিয়ান বা কুং ফু নানী প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তাতে। 
খেলা শুরু হলে প্রথমে চাং হ্য সিয়ান তাঁর ছেলে ফেং ছুয়ান ইংয়ের সাথে মিলে কুং ফু লাঠি পরিবেশন করেন। তখন বিদেশি দর্শকরা মঞ্চে উঠে কুং ফু নানীর কাছ থেকে কিছু কৌশল শিখেন। আটানব্বই বছর বয়সী নানীর কুং ফু দেখে সবাই অভিভূত হয়।  

এবারের প্রতিযোগিতার স্থান তথা চাং খেং গ্রামে সত্যিকারার্থে কুং ফু চর্চা ও শিখার ঐতিহ্য রয়েছে। সিও হং বক্সিংসহ কিছু ঐতিহ্যক চীনা কুং ফু এই গ্রামে গত ৫০০ বছর ধরে চর্চা হয়ে আসছে। 
চাং হ্য শিয়ান ছোটবেলায় তাঁর আব্বুর সাথে কুং ফু শিখেন। তাঁর মুখ অনেক লাল, তাঁকে দেখতে সবুজ ও সতেজ মনে হয়। 
নিজের কুং ফু শিখার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “আমি ৪-৫ বছর বয়স থেকে কুং ফু শিখতে শুরু করি, প্রতিদিন চর্চা করি। এখন আমি প্রবীণ হয়েছি, তবে আমার গায়ে এখনো অনেক শক্তি রয়েছে।”
সিএমজির  এক সাংবাদিক নানীর কাছ থেকে কুং ফুর কিছু কৌশল শিখার পর বলেন, “তাঁর হাতে অনেক শক্তি রয়েছে, আমি অনুভব করতে পেরেছি।”

কুং ফু নানীর প্রতিবেশীরা জানান, তিনি একজন খুব ভাল মানুষ, এ অঞ্চলের আশেপাশের সব লোক তাঁকে চিনেন। 

কুং ফু নানীর ছেলে-মেয়ে ও নাতি-নাতনীদের মধ্যেও অনেকে কুং ফু চর্চা করেন। নানী তাদের সব সময় বলেন, “আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই বিদ্যা পেয়েছি। তাই আমাদেরকে চর্চা অব্যাহত রাখতে হবে। কুং ফু চর্চা করলে শরীর সুস্থ এবং মন ভাল থাকে ।”

কুং ফু নানী নেটিজেনদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। নেটিজেনরাও তাঁর অনেক প্রশংসা করছেন। তারা লিখেছেন: “নানী! চমত্কার! অসাধারণ!”। “এত বয়সেও এত ফাটাফাটি, আমি মনে করি, নানীর কুং ফু সত্য।”

এনাম, কুং ফু নানীর গল্প শুনার পর আপনার কেমন লাগছে? আপনি কি নানীর সাথে কুং ফু শিখতে চান? আপনি কী বলেন?