“পোশাকখাতের ব্যবস্থাপকদের চাকরি সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণের অনেক অভাব রয়েছে”
2021-10-28 20:20:45

ব্যবসাপাতির ৪৫তম পর্বে যা থাকছে:

 

# ওপেক্স গার্মেন্টস বন্ধ হওয়ার পেছেনে শ্রমিক অসন্তোষ কতটা দায়ী?

# উটের খামার করে সাবলম্বী কাজাখ মুসলিম দম্পতি

“পোশাকখাতের ব্যবস্থাপকদের চাকরি সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণের অনেক অভাব রয়েছে”_fororder_jingmao33

 

সপ্তাহের সাক্ষাৎকার:

 “বিশ্বব্যাপী এখন যে ধরনের ব্যবস্থাপনা সরঞ্জাম, কৌশল ও দক্ষতা আছে, যেগুলোর জন্য আলদা প্রশিক্ষণ দরকার, আলাদা পড়ালেখা দরকার। কিন্তু আমাদের এখানে যারা ব্যবস্থাপক হচ্ছেন, যারা মানবসম্পদ বিভাগের প্রধান হচ্ছেন কিংবা লাইন ম্যানেজার হিসেবে যারা আছেন তাদের অনেকের স্নাতকই হয়তো নেই। আমি দেখি যে, জিএমদের ১০ শতাংশই মাধ্যমিক পাস না। কিন্তু তারা তাদের দক্ষতার জন্য সেখানে গেছেন, ভালো কথা। কিন্তু এই দক্ষতা দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতাসম্পন্ন বাজারে টিকে থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।”                   

-  ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম