ওপেক্স গার্মেন্টস বন্ধ হওয়ার পেছেনে শ্রমিক অসন্তোষ কতোটা দায়ী?
2021-10-28 20:18:46

আজহার লিমন: বাংলাদেশের পোশাকখাতের অন্যতম পথপ্রদর্শনকারী প্রতিষ্ঠান ওপেক্স এন্ড সিনহা টেক্সটাইল বন্ধ হয়ে যায় চলতি মাসে। কেন এটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল, তা নিয়ে আলোচনা চলছে এখাতের ভেতরে বাইরে। মালিক সংগঠনের নেতারা বলছেন, এর জন্য দায়ী শ্রমিক বিশৃঙ্খলা। তবে শ্রমিক নেতারা বলছেন, বন্ধ হয়ে যাওয়ার কারণ শ্রমিকেরা নন। তবে কি কোভিড পরবর্তী পরিস্থিতিতে নতুন ধরনের কোন চ্যালেঞ্জের সম্মুখিন হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এ রফতানিখাত?

ওপেক্স গার্মেন্টস বন্ধ হওয়ার পেছেনে শ্রমিক অসন্তোষ কতোটা দায়ী?_fororder_jingmao11

 

ঢাকার অদূরে ৪৩ একর জমির ওপর গড়ে ওঠা ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল যাত্রা শুরু করেছিলো ১৯৮৪ সালে। পোশাকখাতে দেশের পথপ্রদর্শনকারী বৃহৎ এই উদ্যোক্তা প্রতিষ্ঠান শুধু দেশের নয় সুনাম কুড়িয়েছিলো এশিয়ার অন্যতম বৃহৎ পোশাক উৎপাদন কমপ্লেক্স হিসেবে। শার্ট, সোয়েটার, ডেনিম কিংবা নিট এর বিভিন্ন বিভাগে কাজ করতো প্রায় অর্ধলক্ষ শ্রমিক। কিন্তু ক্রমান্বয়ে রুগ্ন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে চলতে অবশেষে চলতি মাসের মধ্যভাগে ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয় কারাখানাটির সবগুলো বিভাগ। কারণ হিসেবে ২০১২ সাল থেকে আর্থিক ক্ষতির বিষয়কে উল্লেখ করে একটি নোটিশ জারি করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সাক্ষর করা নোটিশটি পাঠানো হয় বিজিএমইএ, বিকেএমইএ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে প্রশ্ন করেছিলাম, এটি বাংলাদেশের পোশাকখাতের জন্য কী ধরনের ঘটনা?

 

তিনি বলেন, “এ ধরনের বন্ধ হওয়া একটি চলমান প্রক্রিয়া। শুরু থেকে এ পর্যন্ত এরকম বহু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমাদের বিজিএমইএ বা বিকেএমইএর রেজিটার্ড মেম্বার আছে এ পর্যন্ত ৭ হাজারের বেশি কিন্তু সচল আছে আড়াই থেকে ৩ হাজারের মত। বাকিরা তো একসময় আসছে আবার বন্ধ হয়েছে ।”

: কিন্তু ওপেক্সের মত বড় উদ্যোক্তার বন্ধ হওয়ার রেকর্ড?

“ওপেক্সের মত বড় এই ফ্যাক্টরির এমন বন্ধ হয়ে যাওয়া অবশ্যই দুঃখজনক। তবে এটা বন্ধ হওয়ার জন্য যেমন ওনার মিস ম্যানেজম্যান্ট যেমন একটা বিষয়, তেমনি শ্রমিকদের বেশি বেশি সুযোগ সুবিধা পেয়ে তাদের আরও পাওয়ার যে লোভ সেটিও একটা বড় কারণ। কিছু ঘটলেই কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে যাওয়া এই যে প্রবণতা যাদেরকে বিপদগামী করেছে কিছু শ্রমিক নেতানেত্রী নামধারী ব্যক্তি। তাদের কারণেই ওপেক্সের আজকের এই অবস্থা ।”