জাতীয় প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকবে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2021-10-27 20:29:39

জাতীয় প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকবে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা_fororder_5

অক্টোবর ২৭: জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনাবাহিনীর দুইটি রেজিমেন্টকে পতাকা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলের ঐ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে ‘অপারেশন কভিড শিল্ড’ সহ সেনা সদস্যদের করোনা মোকাবিলায় নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বৈদেশিক মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের কথাও উল্লেখ করেন সরকারপ্রধান।

এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্টান্ডার্ড প্রধান করা হয়।
আজহার/শান্তা