সংবাদ পর্যালোচনা বেইজিং শীতকালীন অলিম্পিকের পদকের নকশা উন্মোচিত: চীনা সংস্কৃতির প্রতিফলন
2021-10-27 16:36:35

সংবাদ পর্যালোচনা বেইজিং শীতকালীন অলিম্পিকের পদকের নকশা উন্মোচিত: চীনা সংস্কৃতির প্রতিফলন_fororder_1027-2

অক্টোবর ২৭: ‘বেইজিং শীতকালীন অলিম্পিক, ২০২২’ শুরুর আর মাত্র ৯৯ দিন বাকি। এ উপলক্ষ্যে বেইজিং অলিম্পিক কমিটি গতকাল (বুধবার) শীতকালীন অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিকের পদকের নকশা উন্মোচন করেছে। পদকের নকশায় অলিম্পিকের চেতনা ও চীনা সংস্কৃতির প্রতিফলন ঘটেছে।

এবারের অলিম্পিকের পদকের নাম ‘থুংসিন’। থুংসিন মানে ‘একসঙ্গে এক হিসেবে’। পদকের মাঝখানে একটি ছোট বৃত্ত আছে। বৃত্তের মধ্যে আছে ‘বেইজিং ২০২২’ টার্মটি; আছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতীক পাঁচটি বৃত্ত এবং মেঘ ও শিখার আদলে চিহ্ন। ছোট বৃত্তের বাইরের অংশে চীনা ভাষায় খোদিত আছে ‘২৪তম বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস, ২০২২’ কথাগুলো। আর মাঝখানের ছোট বৃত্তের বাইরে আছে আরও পাঁচটি বৃত্ত। পাঁচটি বৃত্ত ৫টি মহাদেশের প্রতীক; অলিম্পিকের পাঁচ বৃত্তের প্রতীক; এবং চীনা সংস্কৃতির ‘আকাশ, মাটি’ ও মানুষের’ সমন্বিত ও সমকেন্দ্রিক হওয়ার প্রতীক। আর পদকের নকশার ধারণাটি নেওয়া হয়েছে ‘পি’ নামের এক চীনা অলঙ্কার থেকে, যা জেইড পাথর দিয়ে তৈরি হয়। ২০০৮ সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিকের পদকের সাথেও এবারের পদকের মিল রয়েছে।সংবাদ পর্যালোচনা বেইজিং শীতকালীন অলিম্পিকের পদকের নকশা উন্মোচিত: চীনা সংস্কৃতির প্রতিফলন_fororder_1027-3

সংবাদ পর্যালোচনা বেইজিং শীতকালীন অলিম্পিকের পদকের নকশা উন্মোচিত: চীনা সংস্কৃতির প্রতিফলন_fororder_1027-1

পদকের নকশাদলের প্রধান চীনের সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টসের অধ্যাপক হাং হাই। তিনি ২০০৮ বেইজিং অলিম্পিকের পদকের নকশাদলেও ছিলেন। তিনি বলেন, দুই বারই অলিম্পিক পদকে জেইড পাথর ব্যবহার করা হয়েছে। কারণ, প্রাচীনকাল থেকে জেইড হলো চীনের সবচেয়ে মূল্যবান পাথর। জেইডের মধ্যে এক ধরনের চেতনা আছে, যা অন্য কোনো পাথরের সঙ্গে তুলনীয় নয়। তিনি বলেন,

“প্রাচীনকালে চীনের জেইড অলঙ্কারে তিন থেকে পাঁচটি বৃত্ত থাকতো। সেটি ছিল প্রাকৃতিক ঋতুর প্রতীক। তাতে মানুষ, ঋতু ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের পূর্বপুরুষদের চিন্তাভাবনা প্রতিফলিত হয়। পাঁচটি বৃত্তের সমকেন্দ্রিকতা অলিম্পিক চেতনায় বিশ্ববাসীর সমকেন্দ্রিক হওয়ার প্রতীক। পদকের সামনের অংশে মেঘ ও তুষারের চিহ্ন আছে। আর পেছনের অংশে ২৪টি তারা ২৪তম শীতকালীন অলিম্পিক, মানুষ ও জ্যোতির্বিদ্যার সম্পর্কের প্রতিফলন।”

অলিম্পিক গেমসে চীনের প্রথম স্বর্ণপদকজয়ী শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংয়ের খেলোয়াড় ইয়াং ইয়াং পদকের নকশা দেখে মুগ্ধ হন। তিনি বলেন,

“এ পদকের নকশা আমাকে মুগ্ধ করেছে। কারণ, এর পাঁচটি বৃত্ত সমকেন্দ্রিক। আমরা জানি পাঁচটি বৃত্ত হলো পাঁচটি মহাদেশের প্রতীক। এ মহামারীর প্রেক্ষাপটে শীতকালীন অলিম্পিক আয়োজন করা সহজ নয়। কেবল সবাই যদি ‘এক মন’ নিয়ে চেষ্টা করে, তবেই তা সম্ভব। এতে অলিম্পিকের চেতনা  ‘একসঙ্গে এক হিসেবে’ বাস্তবায়িত হতে পারে। এ প্রেক্ষাপটে এ পদক অর্জন করা তাত্পর্যপূর্ণ। আমি আশা করি, সবাই এ পদক অর্জন করতে পারবে। এ পদক অর্জনে নিশ্চয় নিজেদের প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকল খেলোয়াড়ের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”

 

পদকের নকশা দেখে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী স্নোবর্ডিং জাতীয় চ্যাম্পিয়ন লিউ চেং হুই আবেগাপ্লুত হয়ে ওঠেন। তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড় অলিম্পিকের পদক অর্জনের স্বপ্ন দেখে। প্রতিবন্ধী খেলোয়াড়ের জন্য পদক অর্জন করা আরো কঠিন।

বর্তমানে শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। শীতকালীন অলিম্পিকের সাংগঠনিক কমিটির সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক কাও থিয়ান বলেন,

“বেইজিং শীতকালীন অলিম্পিক শুরুর মাত্র ১০০ দিন বাকি। তার মানে সব প্রস্তুতি মোটামুটি শেষ। আমরা এখন প্রস্তুত! বিশ্বের সকল শীতকালীন খেলোয়াড়কে স্বাগত জানাচ্ছি। আশা করি, তারা চমত্কার পার্ফমেন্স দেখাবে।”

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক ১০০ দিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ ভিডিও-লিঙ্কের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেন,

“বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি চমত্কার। সবাই তা দেখতে পাচ্ছে। আমরা এখন সবাই একসাথে অপেক্ষা করছি এক সুন্দর আগামীর। সেই আগামীতে বসবে শীতকালীন ক্রীড়ার আসর। সবাইকে শুভেচ্ছা। সবার সঙ্গে শীঘ্রই দেখা হবে আশা করি। বেইজিংয়ে দেখা হবে!” (ইয়াং/আলিম/ছাই)