চীনের দ্রুত উন্নয়নের গাড়িতে বিভিন্ন দেশকে স্বাগত জানায় চীন: সিআরআই সম্পাদকীয়
2021-10-26 18:55:18

অক্টোবর ২৬: মঙ্গলবার চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে বলা হয়, চীনা জনগণ যৌথ উন্নয়নের চেষ্টা করছে। চীনের দ্রুত উন্নয়নের গাড়িতে বিভিন্ন দেশকে স্বাগত জানায় চীন।

সম্প্রতি তাঞ্জানিয়া ও জাম্বিয়া রেল স্টেশন থেকে ‘এক অঞ্চল, এক পথ’ পর্যন্ত চীন বিভিন্ন পদ্ধতিতে উন্নয়নশীল দেশকে যথাসাধ্য সহযোগিতা দিচ্ছে। গতকাল (সোমবার) গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘে বৈধ আসনে ফিরে পাওয়ার ৫০তম বার্ষিকীর উদযাপনী সম্মেলনে এ কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। ভাষণে সি চিন পিং বলেন, চীন সংস্কার ও উন্মুক্তকরণের পথে এগিয়ে যাবে এবং বৈশ্বিক উন্নয়নে অবদান রাখবে। পাশাপাশি বিশ্বের সঙ্গে যৌথভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বেগবান করে জনকল্যাণের আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস এ দিন বলেন, চীনের উন্নয়ন বিশ্বকে সুযোগ দেবে।

সম্পাদকীয়তে বলা হয়, বিগত ৫০ বছরে চীনের শান্তিপূর্ণ উন্নয়ন হয়েছে। চীনের অর্থনীতি বহু বছর ধরে স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে; যা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টানা ১৫ বছর ধরে শীর্ষস্থানে রয়েছে। চীন বিভিন্ন দেশের জন্য বাজারের সুযোগ, বিনিয়োগের সুযোগ এবং প্রবৃদ্ধির সুযোগ দিয়ে আসছে।  আরও বিস্ময়কর বিষয় হলো, চীন সার্বিক সচ্ছল সমাজ গড়ে তুলেছে এবং চরম দারিদ্র্য দূর করেছে। জাতিসংঘের ২০৩০ এজেন্ডার টেকসই উন্নয়ন প্রক্রিয়ার ১০ বছর আগে দারিদ্র্যমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়ন করেছে। বিশ্বের টেকসই উন্নয়নেও চীন ব্যাপক অবদান রেখেছে।

(রুবি/তৌহিদ/শিশির)