১৯৭১ সালের ২৫ অক্টোবর ২৬তম জাতিসংঘ সাধারণ পরিষদে পক্ষে-বিপক্ষে ৭৬-৩৫ ভোট এবং ১৭ পক্ষের ভোটদানে বিরত থাকার মাধ্যমে ঐতিহাসিক ২৭৫৮ নম্বর প্রস্তাব গৃহীত হয়েছিল।
৫০ বছর আগে ২৫ অক্টোবর ইলেকট্রনিক টিকিট কাউন্টারে ভোটের ফলাফল দেখানোর পর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দীর্ঘ হাততালি শোনা যায়। এই ফলাফল আসলেই তত্কালীন চীনের প্রভাব ও কোমল শক্তির প্রতিফলন। এরপর গণপ্রজাতন্ত্রী চীন নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের একটিতে পরিণত হয়। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়াদিতে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে।
গতকাল ছিল ২৫ অক্টোবর। প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিওয়ের মাধ্যমে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ মর্যাদা পুনরুদ্ধারের ৫০তম বার্ষিকীর এক স্মরণ সভায় অংশ নেন এবং ভাষণ দেন।
৫০ বছরের কিছু দৃশ্য ছিল মনোমুগ্ধকর, কিছু গল্প অবিস্মরণীয় এবং কিছু কথা উল্লেখযোগ্য; যা মানুষের হৃদয়কে উষ্ণ করে তোলে। আজকের অনুষ্ঠানে একসঙ্গে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্মৃতির মাধ্যমে ‘জাতিসংঘের স্মৃতি’নিয়ে আলোচনা করবো।