বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও উন্নয়নের নতুন সুযোগ: ক্যান্টন মেলা
2021-10-25 16:08:03

২০ দিনব্যাপী ১৩০তম চীনের আমদানি-রপ্তানি মেলা অর্থাত্ ক্যান্টন মেলা এখনও চলছে। অনেক বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে এবং উন্নয়নের নতুন পদ্ধতি অন্বেষণ করার পাশাপাশি, দেশি-বিদেশি বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করার চেষ্টা চালাচ্ছে।

চীনে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের নীতিগত সমর্থন বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুসারে: চলতি বছরের শেষ নাগাদ নতুন করে বেশ কয়েকটি আন্তঃসীমান্ত ই-বাণিজ্য পাইলট এলাকা স্থাপন করা হবে; দ্রুততার সাথে বিভিন্ন নতুন বাণিজ্যিক প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে; বাণিজ্যে আন্তর্জাতিক ডিজিটাল সহযোগিতা জোরদার করা হবে, ইত্যাদি। বিশ্লেষকরা বলছেন, এসব নীতি কার্যকর হবার সঙ্গে সঙ্গে চীনের বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের রূপান্তর ও উন্নতির জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও উন্নয়নের নতুন সুযোগ: ক্যান্টন মেলা_fororder_8c04d00ecbb14f2b8019cddeb9afb4e4

ক্যান্টন মেলা শুরু হয় ৬৫ বছর আছে। এর মধ্যে মেলার ব্যবসার পরিমাণ ৬৮০ গুণ বেড়েছে। শুরুর দিকে মেলার ব্যবসার পরিমাণ ছিল ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। মহামারীর আগে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে। ক্যান্টন মেলা চীনা পণ্যকে বিদেশিদের সামনে তুলে ধরার একটা প্লাটফর্ম। আবার এই প্লাটফর্ম ব্যবহার করে বিদেশি পণ্য চীনে অধিক হারে ঢুকতে পারছে। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যেও পারস্পরিক বাণিজ্য বাড়ছে।

পর পর তিনটি মেলা অনলাইনে অনুষ্ঠিত হবার পর ১৩০তম ক্যান্টন মেলাটি প্রথমবারের মতো অনলাইন ও অফলাইনে  অনুষ্ঠিত হচ্ছে। অফলাইন প্রদর্শনীর আয়তন ৪ লাখ বর্গমিটার। মেলায় ৫১টি প্রদর্শন অঞ্চলে ৭ হাজার ৭৯৫টি প্রতিষ্ঠানের ১৯ হাজার ১৮১টি বুথ আছে। এটি মহামারী চলাকালে বিশ্বের বৃহত্তম অফলাইন প্রদর্শনী।

বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও উন্নয়নের নতুন সুযোগ: ক্যান্টন মেলা_fororder_86f4e132f5e74070af39593a7551e8ea

১৫ অক্টোবর মেলাটি শুরু হওয়ার পর থেকেই দেশি-বিদেশি অতিথি ও ব্যবসায়ীরা এখানে মিলিত হন। অনেক প্রদর্শনীবুথে লাইভ-রুম স্থাপন করা হয়েছে। বুথের পণ্য অনলাইন ও অফলাইন—দু’পদ্ধতিতেই প্রদর্শিত হচ্ছে।

ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাতা কোম্পানি ‘গ্যালাঞ্জ’-এর কর্মকর্তা জানান, এবারের মেলায় কোম্পানি প্রথমবারের মতো অভ্যন্তরীণ বিক্রি ও বৈদেশিক বাণিজ্য একসঙ্গে চালাচ্ছে। বিদেশি ক্লায়েন্ট ছাড়া তারা বিশেষ করে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারদের আমন্ত্রণ জানিয়েছে। ফলে দেশি-বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কোম্পানির সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।

চলতি বছরের মেলায় ৩১৮টি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অংশ নিচ্ছে। একটি বড় আকৃতির পণ্য প্রায় গোটা একটা বুথটি দখল করে আছে মেলায়। এটা একটি মানববাহী অটোমেটিক বৈদ্যুতিক যান। যানটির বহুমুখী ব্যবহার আছে।

২০১৬ সাল থেকে যানটি আপডেট করে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দশটি দেশে রফতানি করা হয়। কোম্পানিটি আগে এ যান শুধু উত্পাদনের দায়িত্ব পালন করতো। বর্তমানে এটি ক্রেতাদের বিভিন্ন পরিষেবাও দিয়ে থাকে। কোম্পানি চায় ভবিষ্যতে উড্ডয়ন বিজ্ঞান ও স্মার্ট সিটি খাতে বিনিয়োগ বাড়াতে।

বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও উন্নয়নের নতুন সুযোগ: ক্যান্টন মেলা_fororder_417510a61cb64187bf40715c462d7321

একই সময় ইন্টারনেট অর্থনীতি ক্ষেত্রে নতুন বাণিজ্যিক কার্যক্রম দেখা যাচ্ছে। ফুচিয়ান প্রদেশের একটি কোম্পানির প্রদর্শনী বুথে প্রতিষ্ঠানটির বিশ্ব লজিস্টিক নেটওয়ার্কের ই-মানচিত্র খুবই স্পষ্ট। দশ-বার বছর ধরে কোম্পানির স্ব-চালিত আন্তর্জাতিক বিশেষ লাইন শতাধিক। বিদেশি গুদামের মোট আয়তন ১ মিলিয়ন বর্গমিটারের বেশি এবং ১৫ হাজারেরও বেশি আন্তঃসীমান্ত ই-বাণিজ্য ক্লায়েন্টের জন্য পরিষেবা দিয়েছে কোম্পানি।

বিশ্লেষকরা বলেন, এসব নতুন পণ্য ও নতুন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে এবং মেলার উজ্জ্বল বিষয়ে পরিণত হয়েছে। অনেক ক্রেতার দৃষ্টি এদিকে আকৃষ্ট হচ্ছে। একই সময় মেলায় চীনের উত্পাদনের নতুন শক্তির প্রদর্শনিও হচ্ছে।

পরিসংখ্যান অনুসারে, চীনের আন্তঃসীমান্ত ই-বাণিজ্য ৫ বছরে প্রায় ১০ গুণ বেড়েছে। এর মধ্যে রফতানি ৬ বছরে ৫ গুণ বেড়েছে। বিদেশি গুদামের সংখ্যা ২ হাজারেরও বেশি। নতুন বাণিজ্যিক কার্যক্রম ইতিবাচক সাফল্য অর্জন করে।

চলতি বছরের শেষ নাগাদ নতুন করে বেশকিছু আন্তঃসীমান্ত ই-বাণিজ্য পাইলট এলাকা স্থাপন করা হবে। বাণিজ্যের ডিজিটাইজেশন জোরদার করে, কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে ডিজিটাইজড এলাকা তৈরি করা হবে; আরও সুষ্ঠু বৈদেশি বাণিজ্য ত্বরান্বিত করা হবে। ১৩০তম ক্যান্টন মোলায় বৈদেশিক বাণিজ্যের সৃজনশীল উন্নয়নকে সমর্থন করা হচ্ছে।

বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও উন্নয়নের নতুন সুযোগ: ক্যান্টন মেলা_fororder_c68af1e3b29f4e988baeb9762a05c66f

ক্যান্টন মেলা চলাকালে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী রেন হোংপিন প্রথম চুচিয়াং আন্তর্জাতিক বাণিজ্য ফোরামে বলেন, চীনা সরকার বৈদেশিক বাণিজ্যের নতুন কার্যক্রম ও নতুন রূপ উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। চলতি বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় পরিষদ ‘বৈদেশিক বাণিজ্যের নতুন বাণিজ্যিক কার্যক্রম ও নতুন রূপ উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত প্রস্তাব’ প্রণয়ন করে। ফলে মধ্যবর্তী ও দীর্ঘমেয়াদি দেশি-বিদেশি বাণিজ্যের নতুন বাণিজ্যিক কার্যক্রম ও নতুন রূপ উন্নয়নের জন্য দিকনির্দেশনা পাওয়া যায়।

উপ-বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের আমদানি-রফতানি ইতিহাসে সর্বোচ্চ ছিল। কিন্তু এখনও অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও অসমতার উপাদান রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন জায়গার বিভিন্ন বিভাগের সঙ্গে অব্যাহতভাবে ব্যবস্থা, প্রশাসন ও পরিষেবাগত সৃজনশীলতা বাড়াতে কাজ করে যাবে এবং বৈদেশিক বাণিজ্যের নতুন বাণিজ্যিক কার্যক্রম ত্বরান্বিত করতে থাকবে। (প্রেমা/আলিম)