টিকা নিতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ বাংলাদেশি
2021-10-25 20:08:01

টিকা নিতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ বাংলাদেশি_fororder_4

ঢাকা, অক্টোবর ২৫: বাংলাদেশে করোনা টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ মানুষ। তাদের মধ্যে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ কোটি ২ লাখ ৯০ হাজার এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৪ হাজার মানুষ। সোমবার স্বাস্থ্য অধিদফতর এক বিবৃতিতে এ কথা জানায়। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ অক্টোবর পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৫৫ লাখ ও পাসপোর্টের মাধ্যমে প্রায় ৮ লাখ মানুষ নিবন্ধন করেন।
অধিদপ্তর জানায়, দেশে চলমান টিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি ৩৭ লাখের মতো মানুষ টিকা পেয়েছেন। সবচেয়ে কম পেয়েছেন বান্দরবান জেলায় ১ লাখ ৫৮ হাজার জন।
ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৬৮ লাখ। এদের মধ্যে ২ ডোজ টিকা পেয়েছেন ২ কোটি ৫ লাখ মানুষ। সে হিসাবে ১২ শতাংশের কিছু বেশি মানুষ পূর্ণ ডোজ টিকা পেয়েছেন বাংলাদেশে।
অভি/ সাজিদ