রোববারের আলাপন-আসন্ন বেইজিং অলিম্পিকের টেস্ট ম্যাচের প্রশংসায় সবদেশের খেলোয়াড়গণ
2021-10-24 19:33:44

সম্প্রতি বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ বেইজিংয়ে আয়োজিত হয়েছে। এটি আগামী বছর বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে গুরুত্বপূর্ণ। এবারের টেস্ট ম্যাচের স্টেডিয়াম ও আয়োজনের উচ্চ মূল্যায়ন করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়গণ। 

অলিম্পিক টেস্ট ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ম্যাচের মাঠ ও পরিচালনা সম্পর্কে খেলোয়াড়দের প্রতিক্রিয়া জানা। এবারের টেস্ট ম্যাচের প্রথম প্রতিযোগিতা ‘স্পিড স্কেটিং চায়না ওপেন’ জাতীয় স্পিড স্কেটিং ওভালে আয়োজিত হয়েছে। অংশগ্রহণকারীরা এর ইতিবাচক মূল্যায়ন করেছেন।    

নারীদের ৫০০ মিটার ও ১০০০ মিটার স্পিড স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের খেলোয়াড় বলেন, “এ স্টেডিয়ামটি খুব সুন্দর এবং বড়। এখানে খেলতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। এখানে আমার প্রতিযোগিতার অভিজ্ঞতা অনেক ভাল।”

খেলোয়াড়দের জন্য স্টেডিয়ামের পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় স্পিড স্কেটিং ওভালের বরফ তৈরীতে সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। 
এবারের ‘বেইজিংয়ে সাক্ষাৎ’ শীর্ষক ধারাবাহিক আন্তর্জাতিক টেস্ট ম্যাচের আয়োজনে মহামারী প্রতিরোধ নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে। এ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় জানান, “এবারের প্রতিযোগিতায় মহামারী প্রতিরোধ নীতি অনেক ভাল, এতে করোনাভাইরাস ছড়িযে পড়ার কোন সম্ভাবনা নেই।”

খেলোয়াড়দের যত্নের ব্যাপারটিও এবারের টেস্ট ম্যাচে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। গত ৯ অক্টোবর ছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় মিস্টার কিমের জন্মদিন। সেদিন সব স্বেচ্ছাসেবকরা তাঁকে জন্মদিনের কার্ড দেন এবং শুভেচ্ছা জানান।
 
তিনি বলেন, “আজ হচ্ছে খেলার মাঠে আমার প্রথম জন্মদিন। এরকম খুশী ও সুখের মুহূর্ত আমি কখনো ভুলব না! সবাইকে ধন্যবাদ।”

এবারের টেস্ট ম্যাচের মাধ্যমে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের বাস্তব প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে খেলোয়াড়রা  নিজদের অলিম্পিক স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা করছেন। চীনের খেলোয়াড় ইয়াং পিন ইউ বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস সম্পর্কে বলেন,  “এবারের বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের অংশ নেয়া সব খেলোয়াড়দের স্বপ্ন।”