‘তুমি যা চাও তা নিয়ে যাও’
2021-10-22 13:53:04

‘তুমি যা চাও তা নিয়ে যাও’_fororder_hu

হু ইয়ান বিন, ১৯৮৩ সালের ৪ জুলাই চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত পপ ‍সংগীত শিল্পী, তিনি একই সঙ্গে সংগীত শিক্ষায় বড় ভূমিকা পালন করেছেন এবং নিজেই একটি মিউজিক স্কুল স্থাপন করেছেন।

 

১৯৯৯ সালে হু ইয়ান বিন শাংহাইয়ে আয়োজিত ‘এশিয়া মিউজিক ফেস্টিভাল’-এ অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে ‍‍সংগীত মহলে যোগ দেন। ২০০১ সালে তাঁর প্রথম গান ‘সন্ন্যাসী’ প্রকাশিত হয়। ২০০৮ সালে হু ইয়ান বিন চীনের তাইওয়ান প্রদেশে ব্যক্তিগত কনসার্ট আয়োজন  করেন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হু ইয়ান বিনের কণ্ঠে ‘তুমি যা চাও তা নিয়ে যাও’। গানের কথায় বলা হয়: শুরুতে শুধু তোমার জিজ্ঞাসা, শেষের দিকে সবসময় আমার অপেক্ষা। স্নেহের সঙ্গে বলি, তবুও সম্পর্ক উন্নত না হয়। ভালোবাসা আর নেই, এভাবে বলো আমাকে তুমি। তোমি যা চাও সব নিয়ে যাও, অনুভূতির কথা বোলো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের শোনাবো হু ইয়ান বিনের আরেকটি গান, গানের নাম ‘শুধু একটি ফুলকে ভালোবাসো’। গানের কথায় বলা হয়: তাকে ভুলে যাওয়ার কথা বলেছো, অনেক কষ্ট করে বিদায় নিয়েছো। সবাই জানে, তুমি তাকে ভুলে যেতে পারো না। তুমি সবাইকে মিথ্যা বলো। তুমি বিদায় নাও, এই সম্পর্ক ছেড়ে দাও।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হু ইয়ান বিনের গাওয়া ‘সে মেয়ে আমাকে বলে’ নামের গানটি। গানের কথায় বলা হয়: মন খালি, আকাশ বড়, মেঘ এত ভারি। আমি শুধু একা। সামনে যেতে যেতেও মনে শুধু তার কথা। সময় বেশি হলে তা অশ্রুতে পরিণত হয়। সে মেয়ে আমাকে বলে, আমি তার স্বপ্ন রক্ষা করেছি। সে মেয়ে আমাকে বলে, আমি নাকি চোর, তার সব স্মৃতি চুরি করেছি।

আচ্ছা, শুনুন এই সুন্দর প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এবার আপনাদের শোনাবো হু ইয়ান বিনের গান ‘আমি কে, কেয়ার করো না’। গানের কথা এমন: আমার কিছুটা ক্লান্ত লাগে। আমার সান্ত্বনা দরকার। আমার জীবন এতে বিরক্ত হয়, সারা রাত ঘুম আসে না। আমি মন খুলে দিতে চাই, নিজেকে মাতাল করতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।