‘সাহসী’
2021-10-22 16:04:31

‘সাহসী’_fororder_liang

লিয়াং জিং রু, ১৯৭৮ সালের ১৬ জুন মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী। ১৯৯৯ সালে লিয়াং জিং রু’র প্রথম অ্যালবাম ‘এক রাতের মধ্যে বড় হয়েছি’ প্রকাশিত হয়, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০০০ সালে লিয়াং জিং রু ‘সাহসী’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০০৪ সালে ‘সুদূর জীবন’ অ্যালবাম নিয়ে তিনি ১৫তম তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়ার্ডসের শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর মনোনয়ন পান। ২০০৫ সালে তাঁর সপ্তম অ্যালবাম ‘রেশমপথ’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং জিং রুয়ের গান ‘সাহসী’। গানের কথাগুলো এমন: অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছি, অন্যরা কি বলে, আমি পাত্তা দেই না। শুধুই তুমি আমার মত দৃঢ় হও। বিশ্বের শেষ প্রান্তে তোমার সঙ্গে যাবো। আমি জানি সব কিছু সহজ নয়। তোমাকে ছেড়ে দিতে ভয় পাই। ভালোবাসায় সত্যি সাহসী হতে হয়।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো লিয়াং জিং রুয়ের গান ‘উষ্ণ’। গানের কথায় বলা হয়: তুমি যা বল, আমি সব করতে চাই। তোমার কথা, আমি বিশ্বাস করি। কারণ, আমি পুরোপুরি তোমাকে বিশ্বাস করি। আমি বলতে চাই, তুমি সত্যি ভালো, কিন্তু তুমি নিজে জানো না।

আচ্ছা, শুনুন এই সুন্দর প্রেমের গান।

 

এখন আপনাদের শোনাতে যাচ্ছি আরেকটি সুন্দর প্রেমের গান, গানের নাম ‘শান্ত গ্রীষ্মকাল’। গানের কথায় বলা হয়: শান্ত গ্রীষ্মকালে, আকাশে তারা থাকে। মনে কিছু কথা আছে, তোমার মুখ মনে পড়ে। আমার মনে, শান্ত গ্রীষ্মকাল, তোমার উষ্ণ মুখ আমার হৃদয়ে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিয়াং জিং রু’র গান ‘জিজ্ঞাসা’। গানের কথায় বলা হয়: কার জন্য তুমি প্রেমে পড়ো, কার জন্য তোমার হৃদয় ব্যথা হয়। কে তোমার স্বপ্নকে গুরুত্ব দেয়, কে বলে, তোমার অনুভূতি সে বোঝে। নারী সবসময় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে। এভাবে তার ভালোবাসার কথা জানায়। যদি নারী, সবসময় বেশি জিজ্ঞাস না করে, প্রিয় মানুষের জন্য সবসময় সরল হয়।

আচ্ছা, শুনুন গানটি।