ড. সাকিব মোহাম্মাদ মঈনউদ্দীনের সাক্ষাত্কার
2021-10-22 15:14:48

 

ড. সাকিব মোহাম্মাদ মঈনউদ্দীনের সাক্ষাত্কার_fororder_55df1e031329a70c0953fec5a470c80

আজকে 'ঊর্মির বৈঠকখানা'য় আমার সাথে যোগ দিয়েছেন ড. সাকিব মোহাম্মাদ মঈনউদ্দীন। তিনি ২০১৮ সালে  চায়না ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটি, নানচিং থেকে পিএইচডি করেন। পিএইচডি শেষ করার পর তিনি কুইলিন ফার্মাসিউটিক্যাল কো. লি. এ সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে যোগ দেন। এখন পর্যন্ত সেইখানেই তিনি কর্মরত আছেন। তিনি অনেকগুলো নামকরা বৈজ্ঞানিক জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশ করেছেন। তো, চলুন কথা বলি তাঁর সাথে।