আজকে 'ঊর্মির বৈঠকখানা'য় আমার সাথে যোগ দিয়েছেন ড. সাকিব মোহাম্মাদ মঈনউদ্দীন। তিনি ২০১৮ সালে চায়না ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটি, নানচিং থেকে পিএইচডি করেন। পিএইচডি শেষ করার পর তিনি কুইলিন ফার্মাসিউটিক্যাল কো. লি. এ সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে যোগ দেন। এখন পর্যন্ত সেইখানেই তিনি কর্মরত আছেন। তিনি অনেকগুলো নামকরা বৈজ্ঞানিক জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশ করেছেন। তো, চলুন কথা বলি তাঁর সাথে।