শীতকালীন অলিম্পিক গেমসে স্বাগত জানাই
2021-10-22 15:59:00

‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস-২০২২’ উদ্বোধনের আর ১০০ দিন বাকি। টোকিও অলিম্পিক গেমস এবং চীনের শয়ানসি জাতীয় গেমসের পর চীনাদের ক্রীড়ার প্রতি অনুরাগ আরও বেড়েছে। বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস জনগণের আন্তরিক চাওয়ায় পরিণত হয়েছে।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন চীনের জন্য বিশেষ তাত্পর্যময়। আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিশনের চেয়ারম্যান টমাস বাখ বলেন, বেইজিং নতুন ইতিহাস তৈরি করবে। বেইজিং হবে অলিম্পিকের ইতিহাসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করা একমাত্র শহর। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চীনা জনগণকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে; যা শীতকালীন অলিম্পিক গেমসের ইতিহাস পরিবর্তন করে দেবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চীনে তুষার ও বরফের খেলা জনপ্রিয় করার মহান আকাঙ্ক্ষা পূরণ করবে, যা অলিম্পিকের প্রতি চীনের অবদান। বিশ্বের শীতকালীন খেলাধুলাও এর মাধ্যমে উন্নয়নের নতুন সুযোগ পাবে।

 

২০০৮  সালের ৩০ মার্চ, বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করা হয় এবং বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে একটি অতুলনীয় অলিম্পিক গেমস আয়োজন করে। ১৩ বছরে চীনের অলিম্পিক গেমসের বিরাট উন্নতি হয়েছে। বেইজিং শহরটি শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করার ক্ষেত্রে বেশ উপযোগী। যা চীনের বেইজিং-থিয়ানচিন-হ্যপেই যৌথভাবে তৈরি রাষ্ট্রীয় কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এবার বেইজিংয়ের ১২টি স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিক গেমস হবে, যেখানে ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হয়েছিল। এতে অলিম্পিক আয়োজনের খরচ অনেক সাশ্রয় হয়েছে। এ ছাড়া ইয়ান ছিং ও হ্য পেই প্রদেশের চাং চিয়া খৌ শহরে নতুন স্টেডিয়াম নির্মাণ স্থানীয় দূরপাল্লার উন্নয়ন পরিকল্পনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে ৩০ কোটি মানুষের বরফের খেলা দেখার স্বপ্ন পূরণ হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে শীতকালীন খেলা আরও জনপ্রিয় হয়ে উঠবে।

 

শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করোনাভাইরাসের মহামারি প্রতিরোধের কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হয়। গেমসটি ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। তখন শতাধিক দেশ ও অঞ্চলের কয়েক হাজারেরও বেশি খেলোয়াড় চীনে এসে ৭টি বড় ইভেন্টে অংশ নেবেন। স্টেডিয়ামর নির্মাণ, প্রতিযোগিতার প্রস্তাব প্রণয়ন, বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয়তার কাজ, মহামারি প্রতিরোধব্যবস্থা জোরদার করা, খেলোয়াড়দের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, সব বিষয়ের মধ্যে রয়েছে অলিম্পিক  গেমস আয়োজনে চীনের প্রচেষ্টা।

পাশাপাশি, চীন মহামারি প্রতিরোধে উপযোগী ব্যবস্থা নিয়েছে। খেলোয়াড়দের সবাইকে টিকা গ্রহণ করতে হয়। প্রতিযোগিতার সময় Closed loop management নীতি চালু করা হয়। বিদেশি দর্শকদের কাছে টিকিট বিক্রি করা হবে না। দেশ-বিদেশের সব অংশগ্রহণকারী ও কর্মীদের প্রতিদিন নিউক্লিক এসিড পরীক্ষা করতে হয়। এবার নিরাপদ অলিম্পিক গেমস আয়োজনের জন্য চীন প্রতিটি বিস্তারিত বিষয় বিবেচনা করেছে। যা চীনের দায়িত্বশীল মনোভাবের প্রতিফলন।

 

অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের তিনটি প্রতিযোগিতা এলাকার ৮টি স্টেডিয়ামে যথাক্রমে পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন করা হবে। যা শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের সামর্থ্যের পরীক্ষা। সুস্বাস্থ্য, নিরাপত্তার পূর্বশর্ত অনুযায়ী শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেওয়া এবং ভালো ফলাফল অর্জন করা হলো প্রত্যেক খেলোয়াড়দের আকাঙ্ক্ষা। এখন বিভিন্ন পরীক্ষামূলক প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড় প্রতিযোগিতার মহামারি প্রতিরোধে কাজ করছে এবং বিভিন্ন নিশ্চয়তা কাজের ভূয়সী প্রশংসা করেছেন। চীন বর্তমান বিশ্বে সবচেয়ে সফলভাবে মহামারি প্রতিরোধ করছে। চীন বিশ্বকে জানাতে চায় যে- মহামারি একদিন চলে যাবে, এবং সবসময় আশা টিকে থাকবে।

অলিম্পিক গেমসের আয়োজন চীনের সবুজ, যৌথ শিক্ষা, উন্মুক্তকরণ ও দুর্নীতিমুক্ত চিন্তাধারার প্রতিফলন। ২০২০ সালের শেষ নাগাদ, শীতকালীন অলিম্পিক গেমসের জন্য ১২টি স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়েছে। যেমন, চীনের স্পিড স্কেটিং স্টেডিয়াম বরফের তৈরিতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর কার্বন নির্গমনের হার প্রায় শূন্য। আর বরফ তৈরির দক্ষতাও অনেক বেড়েছে। যা ঐতিহ্যবাহী বরফ তৈরির পদ্ধতির তুলনায় ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় করে, এই স্টেডিয়ামের প্রয়োজনীয় বরফ তৈরি করতে প্রতি বছর ২০ লাখ কিলোওয়াট বিদ্যুত্ সাশ্রয় করা যায়, যা বেইজিংয়ের ৬ হাজার পরিবারের এক মাসের বিদ্যুত্ ব্যবহারের সমান। এই প্রযুক্তির প্রশংসা করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় ঘনিয়ে আসার সঙ্গে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও জাপানসহ বিভিন্ন দেশের খেলোয়াড় এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

 

ক্রীড়া সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে। বিশেষ করে করোনাভাইরাসের মহামারির কারণে ক্রীড়ার গুরুত্ব আরও বেড়েছে। সময়মত বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন, চীন ও বিশ্বের বিভিন্ন দেশ যৌথভাবে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার চেতনার প্রতিফলন।

(শুয়েই/তৌহিদ)