সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। ১৯৭১ সালে জাতিসংঘে ২৭৫৮ নম্বর প্রস্তাব গৃহীত হয়। আর এর মাধ্যমে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনরুদ্ধার হয়। এটা শুধু চীনের জন্য ঐতিহাসিক ঘটনা নয়, এর মাধ্যমে জাতিসংঘ সত্যিকারের সর্বজনীন আন্তর্জাতিক সংস্থায় পরিণত হয়। গত ৫০ বছরে জাতিসংঘে চীনের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করা যায়? এ বিষয় নিয়ে আলাপ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসেনের সঙ্গে। তিনি বর্তমানে ঢাবা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি, তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের একাডেমিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তা ছাড়া, তিনি এশিয়া ফাউন্ডেশন, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউএনডিপি ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবেও কাজ করেছেন বা করছেন। (স্বর্ণা/আলিম/ছাই)