যুক্তরাষ্ট্র বিশ্বের উদ্বেগ বাড়ায়: সিএমজি সম্পাদকীয়
2021-10-21 21:01:42

যুক্তরাষ্ট্র বিশ্বের উদ্বেগ বাড়ায়: সিএমজি সম্পাদকীয়_fororder_1021-8

অক্টোবর ২১: কয়েকজন মার্কিন উর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি ‘চীন হুমকি’-র কথা বার বার তুলছে। কে আসলে বল প্রয়োগ পছন্দ করে এবং অস্ত্র বিস্তারের জন্য অন্য দেশকে দোষারোপ করছে, তা স্পষ্ট দেখা যায়।

এক মাস আগে মার্কিন কংগ্রেসে গৃহীত ২০২২ অর্থবছরের প্রতিরক্ষা অনুমোদন এক্টে পেন্টাগনের জন্য ৭৭০০০ কোটি মার্কিন ডলারের বাজেট দেওয়া হয়। এটা হোয়াইট হাউসের বাজেটের চেয়ে ২৫০০ কোটি মার্কিন ডলার বেশি। এ বাজেটের মধ্যে ২৮০০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পারমাণবিক অস্ত্র প্রকল্পে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ।তার পরও এতো বেশি বাজেট কেন?

সম্প্রতি প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়া নিরাপত্তা অংশীদারিত্বের সম্পর্কে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি ও নির্মাণের বিষয় রয়েছে। এ জোট সামনে আগালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য নষ্ট হবে; এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতাসহ বিভিন্ন চ্যালেঞ্জ বেড়ে যেতে পারে।

অন্যদিকে, চীনের প্রতিরক্ষা ও বাহিনী উন্নয়ন পুরোপুরি নিজ দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে করা হচ্ছে। কোনো দেশের জন্য তা হুমকি নয়।

বাস্তবে কে শান্তি ও স্থিতিশীলতার রক্ষাকারী দেশ, কে সংঘর্ষ সৃষ্টিকারী দেশ, তা খুব স্পষ্ট। বিশ্ব এখন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় একটি দায়িত্বশীল দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করা।

 (ইয়াং/আলিম/হাইমান)