“বাংলাদেশে ব্যবসায়ীদের নৈতিকতার অভাব আছে, রয়েছে সরকারের বাজার তদারকির দুর্বলতা’
2021-10-21 20:19:11

ব্যবসাপাতির ৪৪তম পর্বে যা থাকছে:

# দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ‘কঠিন হয়ে পড়ছে জীবন

# চীনে গড়ে তোলা হচ্ছে তিন স্তরের ওল্ড কেয়ার সার্ভিস নেটওয়ার্ক

সপ্তাহের সাক্ষাকার:

 “জনগণের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে আমি মনে করি সাধারণ মানুষকে সাপোর্ট দেওয়া উচিত এবং বাজার ব্যবস্থার তদারকির পরিমাণ বাড়ানো উচিত।  যাতে কোন গোষ্ঠী বাজারকে এইভাবে প্রভাবিত করতে না পারে। যারা আমদানি করে বাইরে থেকে, সেটা কয়জন? সরকারের হাতে তো সব তথ্য আছে, তারা যাতে বাজারকে প্রভাবিত না করতে পারে। এর পাশাপাশি চালু রাখতে হবে নিয়মিত বাজার বিশ্লেষণ।”

“বাংলাদেশে ব্যবসায়ীদের নৈতিকতার অভাব আছে, রয়েছে সরকারের বাজার তদারকির দুর্বলতা’_fororder_1021-23

-  ড. এম. আবু ইউসুফ