আজকের টপিক: চীনে প্রবীণদের অবস্থা
2021-10-21 20:16:27

অক্টোবর ২১: সম্প্রতি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন কর্তৃক ‘চীনের প্রবীণ উন্নয়ন, ২০২০’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে চীনে, ২০২০ সালের পয়লা নভেম্বর পর্যন্ত, ৬০ বছর বা তারচেয়ে বেশী বয়সীদের মোট সংখ্যা ছিল ২৬ কোটি ৪০ লাখ ২০ হাজার, যা মোট লোকসংখ্যার ১৮.৭০ শতাংশ।

প্রতিবেদন বলছে, গোটা চীনে ৬৫ বছর ও তারচেয়ে বেশি বয়সীদের সংখ্যা ১৯ কোটি ৬ লাখ ৪০ হাজার, যা মোট লোকসংখ্যার ১৩.৫০ শতাংশ। আর গোটা চীনে বয়স্কদের ১৯.৭০ শতাংশ কোনো-না-কোনোভাবে সন্তানদের ওপর নির্ভরশীল, যা ২০১০ সালের তুলনায় ৭.৮০ শতাংশ বেশী।

প্রতিবেদনে বলা হয়েছে, গোটা চীনের ৩১টি প্রদেশের মধ্যে ১৬টি প্রদেশের প্রতিটিতে ৬৫ বছর ও তারচেয়ে বেশী বয়সীদের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এগুলোর মধ্যে আবার ৬টি প্রদেশের প্রতিটিতে ৬৫ বছর ও তারচেয়ে বেশি বয়সীদের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।

এ ছাড়া, ২০১০ সালের তুলনায় চীনে ৬০ বছর ও তারচেয়ে বেশী বয়সী এবং ৬৫ বছর ও তারচেয়ে বেশী বয়সী লোকের সংখ্যা যথাক্রমে ৮ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ও ৭ কোটি ১৮ লাখ ১০ হাজার বেড়েছে।

প্রতিবেদন অনুসারে, দেশে প্রবীণদের শিক্ষার গুণগত মান বেড়েছে। ৬০ বছর ও তারচেয়ে বেশী বয়সীদের মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা তারচেয়ে উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্তের সংখ্যা মোট সংখ্যার ১৩.৯০ শতাংশ, যা ২০২০ সালের তুলনায় ৪.৯৮ শতাংশ বেশী।

বয়স্কদের সেবাব্যবস্থার ধারাবাহিক উন্নতি

জানা গেছে, ২০২০ সালের শেষ পর্যন্ত, দেশব্যাপী ৩ লাখ ২৯ হাজার প্রবীণ পরিচর্যা প্রতিষ্ঠান এবং সুবিধাজনক সেবা কেন্দ্র ছিল, যা ২০১৯ সালের তুলনায় ৫.৯ শতাংশ বেশি। প্রতি ১ হাজার বয়স্ক মানুষের যত্নের জন্য ৩১.১টি বিছানা রয়েছে। নিবন্ধিত প্রবীণ পরিচর্যা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৮ হাজার, যা ২০১৯ সালের তুলনায় ১১.০ শতাংশ বেশি।

২০২০ সালে, প্রবীণদের কল্যাণে ২.৮ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের শেষ দিক পর্যন্ত, সারা দেশে মোট ৩ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার বয়স্ক মানুষ বয়স্ক-ভাতা পেয়েছেন। তাদের মধ্যে সিনিয়র বয়সের ভর্তুকি উপভোগ করেন ৩ কোটি ১০ লাখ ৪৪ হাজার প্রবীণ। ২০২০ সালে গোটা চীনে প্রবীণদের জন্য বিভিন্ন রকমের ভর্তুকির পরিমাণ ছিল ৫১.৭ বিলিয়ন ইউয়ান।

একই সময়ে, বয়স্কদের যত্নে স্থাপিত বিভিন্ন পরিষেবার তত্ত্বাবধান বৃদ্ধি পেয়েছে এবং এ ব্যবস্থা সম্পূর্ণ হয়ে উঠেছে। ২০২০ সালের জুলাই মাসে বেসামরিকবিষয়ক মন্ত্রণালয়, কেন্দ্রীয় রাজনৈতিক ও আইন বিষয়ক কমিশন এবং অন্যান্য ছয়টি বিভাগ যৌথভাবে স্বাস্থ্য ও সুরক্ষার জন্য ‘বয়স্কদের পরিচর্যা প্রতিষ্ঠানের পরিষেবা আচরণ নিয়ন্ত্রণ এবং পরিষেবা বিতর্ক পরিচালনা সংক্রান্ত মতামত’ শীর্ষক ইশতাহার জারি করে। এতে বলা হয়, প্রবীণদের জীবন ও সম্পত্তি, আইনগত অধিকার রক্ষা করতে হবে। ২০২০ সালের সেপ্টেম্বরে, বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় "বয়স্কদের যত্নের প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিক ব্যবস্থা" প্রবর্তন করে, যাতে বয়স্কদের যত্নের ব্যবস্থাপনাকে আরও মানসম্মত করা যায়। একই সময়ে, সারা দেশে নার্সিং হোমের সেবার মান উন্নত করতে বিশেষ কার্যক্রম চালিয়ে যাওয়া হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)