হুয়াং লিং
2021-10-20 09:14:36

হুয়াং লিং ১৯৮৭ সালের ১৩ ফেব্রুয়ারি শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত গায়িকা ও নাট্য অভিনেত্রী। ২০০৪ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজে প্রবেশ করেন। ২০০৭ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম ‘চুলকানি’ প্রকাশ করেন। অ্যালবামটি দিয়ে তিনি চীনের ১০টি শীর্ষ  সঙ্গীত পুরস্কারে ওরিয়েন্টাল নবাগত রৌপ্য পুরস্কার জিতার পাশাপাশি ‘স্বর পরিবর্তন গানের মেয়ে’ নাম কুড়ান। বন্ধুরা, হুয়াং লিংয়ের আরো গল্প আমি আপনাদের পরে জানাব, কিন্তু আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি তাঁর একটি গান শোনাতে চাচ্ছি, কেমন? গানটি তাঁর প্রথম অ্যালবামের শিরোনাম সংগীত--‘চুলকানি’। 

হুয়াং লিং_fororder_src=http___img10.360buyimg.com_bookDetail_jfs_t2458_253_883304992_285708_fea1515d_56308818Nd3b77a63&refer=http___img10.360buyimg

‘চুলকানি’ গানটি রচনার পিছনে খুব মজার একটি গল্প রয়েছে। কোনো একদিন গানটির সুরকারকে মশায় কামড়ালে তাঁর মাথায় গানটির কথা আসে। গানটি শোনার সময় আপনাদের অনুভূতি কেমন ছিল? যাই হোক, গানটি চীনের মূল-ভূভাগে অনেক জনপ্রিয়। প্রথম অ্যালবাম প্রকাশের আগে হুয়াং লিং দু’বছর ধরে পদ্ধতিগত সংগীত ও কণ্ঠসংগীতের প্রশিক্ষণ নেন। এ সময় তাঁর কোম্পানি প্রায় একশ’ গানের ডেমো খুঁজে বের করার পাশাপাশি বিদেশি অনেক সফল গানের নমুনা তাঁকে প্রদান করার চেষ্টা করেছে। ‘চুলকানি’ গানটির পর হুয়াং লিং ধারাবাহিকভাবে তিনটি জনপ্রিয় গান প্রকাশ করেন। ‘হাই’ নামের গানটি এসবের অন্যতম। 

হুয়াং লিং_fororder_src=http___image.huanghepiao.com_d_file_20210706_273c672af2b60c80e1b67193ae4c25bd&refer=http___image.huanghepiao

২০১০ সালে হুয়াং লিং তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘বিশেষ’ প্রকাশ করেন। অ্যালবামটি দিয়ে তিনি গ্লোবাল চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডসে শাংহাইয়ের সেরা গায়িকা পুরস্কার জিতেন। 

হুয়াং লিং_fororder_src=http___n.sinaimg.cn_sinakd10111_305_w1080h825_20200704_4fa7-ivwfwmp2592823.png&refer=http___n.sinaimg

‘কাল কখনো শেষ হয় না’ ২০১৭ সালের মে মাসে হুয়াং লিং প্রকাশিত অ্যালবাম। তিনি নিজে এবং ছাং শিলেই অ্যালবামটির প্রযোজক। অ্যালবামে মোট ১১টি গান রয়েছে। ২০১৮ সালের মার্চ মাসে অ্যালবামের শিরোনাম সংগীত ২৫তম ‘চীনের ১০টি শীর্ষ সঙ্গীত পুরস্কারে’ সেরা পপ সহযোগিতা পুরস্কার জিতে। 

হুয়াং লিং_fororder_src=http___inews.gtimg.com_newsapp_bt_0_10008230785_1000&refer=http___inews.gtimg

২০১০ সালে হুয়াং লিং প্রকাশিত ‘বিশেষ’ অ্যালবামে মোট দশটি গান রয়েছে। ‘যন্ত্রণাকে ভয় পাই না’ ও  ‘নাইট’ তাদের মধ্যে অন্যতম। যদিও তিনি অন্যান্য গায়ক-গায়িকাদের মতো অনেক গান প্রকাশ করেননি, তবে হুয়াং লিংয়ের গানগুলি অনেক জনপ্রিয়। 

হুয়াং লিং_fororder_src=http___i0.hdslb.com_bfs_face_d3af2c2246ce4f64e3448a285238e83cf873d6e9&refer=http___i0.hdslb

 কেমন লেগেছে গানগুলো? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের হুয়াং লিংয়ের অন্য আরেকটি গান শোনাব। গানের নাম ‘ক্ষমা’। (প্রেমা/এনাম)