লি জোংশেং
2021-10-19 13:32:21

লি জোংশেং ১৯৫৮ সালের ১৯ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন গায়ক ও সঙ্গীতশিল্পী। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসঙ্গীতের বিখ্যাত প্রযোজক। তিনি অসংখ্য জনপ্রিয় শিল্প-কর্ম সৃষ্টি করেছেন এবং চীনা ভাষার পপসঙ্গীত ইতিহাসে   গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছেন। তাঁকে সুপার পপসঙ্গীতশিল্পী বলা হয়।

 

১৯৮০ সালে লি জোংশেং সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং ‘শব্দ গিটার কোয়ার’-এর সদস্য হিসেবে পলিগ্রাম রেকর্ড কোম্পানিতে যোগ দেন। ১৯৮২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রেকর্ড জগতে প্রবেশ করেন এবং ‘হালকা বৃষ্টি ঠিক সময়ে এসেছিল’ নামে অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৬ সালে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘জীবনের পরী’ প্রকাশ করেন। ১৯৯১ সালে তিনি একটি টিভি নাটকের জন্য শুরুর গান সৃষ্টি করেন এবং কন্ঠ দেন। গানের নাম ‘মরণ গান’। 

লি জোংশেং_fororder_src=http___img.11665.com_img03_p_i3_T1GDJMXX0nXXa6C7I._082853&refer=http___img.11665

১৯৯২ সালে লি জোংশেং অনেক চলচ্চিত্র ও টিভি নাটকের জন্য ‘চলে যাওয়া ভালোবাসা’ এবং ‘ভূতের তাড়া’সহ অনেক গান রচনা করেন। একই বছর তিনি ‘এগিয়ে যাও’ অ্যালবাম দিয়ে তৃতীয় তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা ভোকাল অ্যালবাম প্রযোজক পুরস্কার জিতেন। বন্ধুরা, তাহলে এখনই আমি খুব জনপ্রিয় দু’টো গান একসাথে আপনাদের শোনাতে চাচ্ছি; আশা করি, গানগুলি আপনাদের ভাল লাগবে। 

লি জোংশেং_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201602_13_20160213235904_SZR5j.thumb.700_0.jpeg&refer=http___b-ssl.duitang

১৯৯৪ সালে ‘অনিচ্ছুক’ নামে অ্যালবাম প্রকাশ করার পর তিনি অস্থায়ীভাবে সঙ্গীত জগত ত্যাগ করেন। ‘আমি সত্যিই তোমাকে ভালবাসি’ গানটি ‘অনিচ্ছুক’ অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। আসলে গানটি লি জোংশেং বিখ্যাত গায়ক জাং সিনজে’র জন্য রচনা করেন। 

লি জোংশেং_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201602_17_20160217140717_rXxdv.jpeg&refer=http___b-ssl.duitang

‘পাহাড়’ লি জোংশেং রচিত একটি বিখ্যাত গান। আসলে গানের সুর ২০০৩ সালে সম্পন্ন হয়েছে। কিন্তু লিরিক্স ২০১৩ সালে সম্পন্ন হয়। তিনি বলেন, ২০০৩ সালে তিনি প্রথমবারের মতো শাংহাইয়ে পৌঁছান, সেটা খুব দুঃখজনক গ্রীষ্মকাল ছিল। সুর তাঁর মাথায় তখনই প্রবেশ করে, কিন্তু তিনি ১০ বছর এ নিয়ে অবিরত চিন্তা করেন। তিনি সঙ্গীতের মাধ্যমে নিজের জীবনের অভিজ্ঞতা জানাতে চান, তাই ‘পাহাড়’ গানটি রচনা করেন।

লি জোংশেং_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_11600614201_0&refer=http___inews.gtimg

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে লি জোংশেংয়ের ‘বুঝি না’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। (প্রেমা/এনাম)