কফি হাউসের আড্ডা: জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিন্ন দায়িত্ব
2021-10-16 17:26:42

কফি হাউসের আড্ডা: জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিন্ন দায়িত্ব_fororder_IMG_0123.JPG

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। জাতিসংঘের ‘জীববৈচিত্র্য কনভেনশন’ স্বাক্ষরকারীদের পঞ্চদশ সম্মেলন (সিওপি ১৫)-এর প্রথম পর্যায়ের অধিবেশন ১১ থেকে ১৫ অক্টোবর চীনের ইউননান প্রদেশের খুনমিং শহরে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলন এ জন্য গুরুত্বপূর্ণ যে তা আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের অধিবেশনে ‘২০২০-উত্তর বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো’ তৈরীর জন্য একটি ভিত্তি স্থাপন করেছে। আর এ কাঠামো পরবর্তী ১০ বছরে বা আরো দীর্ঘমেয়াদে বৈশ্বিক জীববৈচিত্র্য পরিকল্পনার জন্য একটি দিকনির্দেশনাস্বরূপ। এবারের অধিবেশনে চীনসহ বিভিন্ন দেশের  মোট ১৮০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। অধিবেশন চলাকালে ‘চীনের জীববৈচিত্র্য রক্ষা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত হয়, ‘পরিবেশগত সভ্যতা ফোরাম’ অনুষ্ঠিত হয়, এবং ‘খুনমিং ঘোষণা’ গৃহীত হয়। জীববৈচিত্র্য রক্ষার তাত্পর্য এবং এ ক্ষেত্রে চীনের ভূমিকা ও উদ্যোগ নিয়ে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.শাহ হোসাইন আহমদ মেহদীর সঙ্গে। তিনি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে জীবন বিজ্ঞান কলেজে পোস্ট-ডাক্তারেল গবেষণা করেছিলেন।

(স্বর্ণা/আলিম/ছাই)