ডক্টর এ.ওয়াই.এম. আতিকুল ইসলামের সাক্ষাৎকার
2021-10-16 20:12:19

ডক্টর এ.ওয়াই.এম. আতিকুল ইসলামের সাক্ষাৎকার_fororder_33fc631b000ef8148ca17e10f7d25db

 

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর এ.ওয়াই.এম. আতিকুল ইসলাম ।

ডক্টর এ.ওয়াই.এম. আতিকুল ইসলাম ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির শিক্ষা তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক।পাশাপাশি তিনি সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশনের একজন ভিজিটিং প্রফেসর। তিনি মালায়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ইনস্টিটিউটে শিক্ষা এবং কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি  দুটি অনুষদের সমন্বয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

তার বিশেষায়িত ক্ষেত্রে, তিনি তিনটি মডেল তৈরি করেছেন এবং যাচাই করেছেন, যথা, টেকনোলজি অ্যাডপশন অ্যান্ড গ্র্যাটিফিকেশন (TAG) মডেল, টেকনোলজী স্যাটিসফ্যাকশন মডেল (TSM) এবং অনলাইন ডেটাবেস অ্যাডপশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন (ODAS) মডেল।

তাঁর  শিক্ষা, শিল্প ও ব্যবসা খাতে প্রায় ১৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক জার্নাল এবং সম্মেলনে প্রায় ৬০ টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি গত চার বছরে বহুবার মূল বক্তব্য উপস্থাপনকারী, আমন্ত্রিত বক্তা এবং অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেছেন। তিনি ‘জার্নাল অব ইনোভেটিভ টেকনোলজি ইন এডুকেশন’-এর  প্রধান সম্পাদক, ইন্টারন্যাশনাল জার্নাল অব স্মার্ট টেকনোলজি অ্যান্ড লার্নিং -এর সহযোগী সম্পাদক এবং সেজ ওপেনের (এসএসসিআই) আর্টিকেল এডিটর (প্রবন্ধ সম্পাদক) । তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, তাইওয়ান, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং নাইজেরিয়ার সাথে আন্তর্জাতিক সহযোগিতায় বহু গবেষণা সম্পন্ন  করেছেন। তিনি সাইকোমেট্রিক সোসাইটি ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সদস্য। ব্রিটিশ এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের (বিইআরএ) সাথে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন ২০২১ সাল থেকে। শিক্ষাগত প্রযুক্তির মূল্যায়ন, উচ্চ শিক্ষায় আইসিটি, কোয়ান্টিটেটিভ মডেলিং, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, তথ্য বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাঁর গবেষণার আগ্রহ রয়েছে।

 

চলুন কথা বলি তাঁর সঙ্গে।